images

বিনোদন

অগ্নিদগ্ধ জনপ্রিয় অভিনেতার ৮ বছরের ছেলে

বিনোদন ডেস্ক

০৮ এপ্রিল ২০২৫, ০২:৩৩ পিএম

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণের ছোট ছেলে মার্ক শঙ্কর অগ্নিদগ্ধ হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সিঙ্গাপুরে মার্কের স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। 

ভারতীয় সিনেমা, আমি আসছি- ওয়ার্নার

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কের হাত ও পা পুড়ে গেছে। অগ্নিকাণ্ড থেকে সৃষ্ট ধোঁয়া শ্বাসকষ্ট দেখা দেয়। তাকে উদ্ধার করে সিঙ্গাপুরের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মার্কের বয়স ৮ বছরের ছেলে। 

singapore_fire_accident_1744093817938-ezgif.com-avif-to-jpg-converter

সামাজিক মাধ্যমে এক পোস্টে অভিনেতার জনসেনা পার্টি লিখেছে, রাজনৈতিক কাজের অংশ হিসেবে পবন কল্যাণ এখন অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামরাজু জেলায় অবস্থান করছেন। নেতাকর্মীদের পরামর্শে সফর স্থগিত করে আজই সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পবন কল্যাণ। 

এবার সন্ন্যাসিনী বেশে দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া!

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পবন কল্যাণ। জনসেনা পার্টির প্রধান তিনি। ২০২৪ সাল থেকে ভারতের অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন কারছেন।

pabawan

বলে রাখা ভালো, পবন কল্যাণ ২০১১ সালে ‘টিন মার’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান রাশিয়ান মডেল-অভিনেত্রী আন্না লেজনেভার সঙ্গে। ২০১৩ সালে সেই প্রেম পরিণয় ঘটে। লেজনেভার-পবন দম্পতির সন্তান মার্ক শঙ্কর পবনোভিচ।

ইএইচ/