images

বিনোদন

এবার শাহরুখকন্যার মা হচ্ছেন দীপিকা!

বিনোদন ডেস্ক

০৮ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পিএম

বলিউড বাদশা শাহরুখ খান এবং লেডি সুপারস্টার দীপিকা পাড়ুকোন জুটি মানেই নিশ্চিত ব্লকবাস্টার সিনেমা। ক্যারিয়ারে জুটি বেঁধে উপহার দিয়েছে ‘ওম শান্তি ওম’ থেকে শুরু করে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’-এর মতো ব্যবসা সফল সিনেমা।

সন্তান আসার আগে শাহরুখের কাছাকাছি থাকার সিদ্ধান্ত দীপিকার!

কিছুদিন আগেই কন্যা সন্তানের মা হয়েছে অভিনেত্রী। গত কিছুদিন ধরেই জোর গুঞ্জন শাহরুখকন্যা সুহানা খানের মা হচ্ছেন দীপিকা। তবে তা বাস্তবে নয়। বলিউড পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে ‘কিং’ সিনেমায় সুহানার মায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

deepika-2-ezgif.com-avif-to-jpg-converter

এই তারকা জুটির সর্বশেষ সিনেমা ‘জওয়ানে’ শাহরুখের মায়ের চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে। এবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন অ্যাকশন থ্রিলার ‘কিং’ সিনেমায় শাহরুখ কন্যার মায়ের চরিত্রে ধরা দিবেন দীপিকা।  

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমার গল্পের পরতে পরতে রয়েছে নতুন মোড়। শাহরুখ এ সিনেমায় অভিনয় করছেন একজন পেশাদার খুনির চরিত্রে। যার জীবনে হঠাৎই প্রবেশ করে এক কিশোরী। এই কিশোরী চরিত্রেই থাকছেন সুহানা খান। এক নির্জীব ঘাতক আর আহত মেয়েটির সম্পর্ক ধীরে ধীরে গড়ে তোলে এক গভীর রসায়ন। যার গভীরে আছে প্রেম, মমতা আর অতীতের ক্ষত। ওই প্রতিবেদনে জানা গেছে, একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন দীপিকা।

শাহরুখের প্রতিবেশী হচ্ছেন দীপিকা-রণবীর

একবারে নতুন রূপে পর্দায় দেখা যাবে শাখরুখ-দীপিকা জুটিকে। বহুদিন ধরেই দর্শকদের মধ্যে জল্পনা এ সিনেমা ঘিরে। 
 
বলে রাখা ভালো, এ সিনেমার খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এছাড়াও অভিনয় করেছেন ‘মুঞ্জ্যা’খ্যাত অভয় ভার্মা। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৬ সালের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান নির্মাতা। 

ইএইচ/