বিনোদন ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫, ১০:৪৫ এএম
গাড়ি চাপা দিয়ে পথচারীকে হত্যার অভিযোগ উঠেছে ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। গতকাল রোববার ভারতের ঠাকুরপুকুর বাজারের কাছে ডিএইচ রোডে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বিয়ে করলেন তারকা জুটি জামিল-মুনমুন
ওই প্রতিবেদন অনুযায়ী, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন পরিচালক সিদ্ধান্ত। তার গাড়ির ধাক্কায় ছয় জন পথচারী আহত হয়েছেন। তাদের মধ্যে চার জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় বেসরকারি হাসপাতালে। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার রোডের অন্য একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
কলকাতা পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে গাড়ি চাপা দিয়ে হত্যা মামলায় পরিচালক সিদ্ধান্তকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) তাকে আদালতে তোলার কথা রয়েছে।
গাজায় নিহতদের নিয়ে যা বললেন আসিফ আকবর
সংবাদমাধ্যমকে স্থানীয়রা জানিয়েছে, গতকাল সকাল ৯টায় ঠাকুরপুকুর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে পরিচালকের গাড়ি। সাত-আটজনকে ধাক্কা দিয়ে পালানোর সময় সাধারণ মানুষ গাড়িটি ধরে ফেলে। তখন গাড়ির চালকের আসনে বসা ছিলেন পরিচালক নিজেই।
অভিনেতা ঋ সেনগুপ্ত গণমাধ্যমকে জানিয়েছেন, 'সান বাংলা'টিভিতে নতুন ধারাবাহিক ‘ভিডিও বৌমা’র প্রচার উদ্যাপনের উপলক্ষ্যে গতরাতে এক পার্টি আয়োজন করা হয়। সেখানে নাটকের প্রায় সবাই উপস্থিত ছিলেন। এর মধ্যে পরিচালক সিদ্ধান্ত, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেনগুপ্ত, প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা।
পরীমণির পাশে দাঁড়ালেন মুন্নী সাহা
তিনি যোগ করেন, পার্টি শেষ করতে সকাল হয়ে যায়। সকালে আলাদা আলাদা গাড়িতে যে যার বাড়ি চলে যায়। দূর্ঘটনার খবর অনেক পরেই জানতে পারেছেন বলে দাবি তার। আজ সময় মতো শুটিংয়ে যোগ দিয়েছেন স্যান্ডি এবং তিনি।
ইএইচ/