ঢালিউডের আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজধানীর ভাটার থানায় সাধারণ ডায়রি করেছেন ওই ভুক্তভোগী। ভাটারা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, অভিযোগের বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে নিজেকে পরীমণির গৃহকর্মী দাবি করা পিংকি আক্তারের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে বেশ কয়েকটি গণমাধ্যমে। সেখানে তার কথাবার্তায় সন্দেহ পোষণ করছেন নেটিজেনদের অনেকে। সাংবাদিক মুন্নী সাহাও আছেন এ তালিকায়।
বিজ্ঞাপন
সামাজিক মাধ্যমে পরীমণির ঘটনাটি নিয়ে করা একটি সংবাদ শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, আমাদের আদরের পরীটা এমনই থাকুক। সঙ্গে জানিয়েছেন শুভকামনা।
এদিকে লেখক তসলিমা নাসরিন এবং সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিও পরীমণিকে সমর্থন করেছেন। নিজেদের ফেসবুকে পরীর পক্ষে কথা বলেছেন তারা।
এদিকে বিষয়টি নিয়ে এর আগে কথা বলেছেন পরীমণি নিজেও। তিনি বলেছিলেন, ‘এর কোনো সত্যতা নেই। এটা সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব কেউ করাচ্ছে। আশা করি, পুলিশ এর সত্যতা বের করবে।’
তিনি যোগ করেছিলেন, ‘একজন তাকে কাজের জন্য আমার বাসায় দিয়েছিল। কিন্তু উনি শারীরিক ভাবে অসুস্থ। ঠিক মতো হাটতে পারে না। এ অবস্থায় তাকে বলি কি করে কাজ করবেন। তখন আমাকে বলে—আমি অসুস্থ তাই কেউ কাজে নেয় না। শুনেছি, আপনি অনেক ভালো মানুষ। আমাকে একটু দয়া করুন। মানবিক বিষয় চিন্তা করে আমার ছোট বাচ্চার জন্য তাকে রেখেছি কারণ, ওর কোনো ভারি কাজ নেই।’
সবশেষ তিনি বলেছিলেন, ‘কিছুদিন না যেতেই একের পর এক সমস্যা বলে টাকা চাইত। বিষয়টা আমার কাছে সুবিধার মনে হয়নি। যে আমাকে দিয়েছিল তাকে নিয়ে যেতে বলি। মাত্র ৩৭ দিন আমার বাসায় ছিল। তারপরও দুই মাসের পুরো বেতন দিয়েছি। নতুন পোশাক দিয়েছি। তার ফল এই জিডি।’