images

বিনোদন

পরিচালক স্বামীর সামনে স্ত্রীর শরীরে স্পর্শ, বাধা দিতেই চড়

বিনোদন ডেস্ক

২৫ মার্চ ২০২৫, ১২:০০ পিএম

images

শোবিজে যৌন হেনস্তার ঘটনা মাঝে মাঝেই ঘটে। এবার তো পরিচালক স্বামীর সামনেই অভিনেত্রীর স্ত্রীর শরীরে স্পর্শ করলেন এক টলিউড অভিনেতা। বাঁধা দেওয়ায় দিলেন চড়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

প্রতিবেদনে বলা হয়েছে, ছবির চিত্রনাট্য অনুযায়ী পুরুষ চরিত্রটি নারী চরিত্রের পায়ের প্রতি আসক্ত। প্রেয়সীর পায়ে যৌন উত্তেজনা অনুভব করে সে। এমন একটি দৃশ্যের অভিনয় চলছিল। কিন্তু হঠাৎই অভিনয় ছাড়িয়ে যেতে থাকে চিত্রনাট্যের সীমা। অভিনেতার নাছোড় হাত তখন অভিনেত্রীর পা ছাড়িয়ে প্রায় উরু ছুঁতে চলেছে।

সেই মুহূর্তেই বেঁকে বসেন অভিনেত্রী। বাধা দেন। সম্বিৎ ফেরে নায়কের, সামলে নেন নিজেকে। অভিনেত্রীর পরিচালক স্বামীও পদক্ষেপ নেন প্রায় সঙ্গে সঙ্গে। তবে সব স্বাভাবিক হলেও মনে ক্ষোভ পুষে রাখেন অভিনেতা। যার শোধ নেন পরের দৃশ্যে।

সে দৃশ্যে নারী চরিত্রটির প্রতি ছিল নির্যাতনের দৃশ্য। সুযোগ সন্ধানী অভিনেতা তক্কে তক্কে ছিলেন। এমন দৃশ্যে অভিনয়ের সুযোগ আসতে হাতছাড়া করেননি। চরিত্র জীবন্ত করে তোলার অজুহাতে ক্যামেরা চলাকালীন এমন জোরে চড় কষান অভিনেত্রীর গালে যে হতভম্ব হয়ে যান সকলে।

মুহূর্তেই বন্ধ হয়ে যায় শুটিং। যদিও পরে পেশাদারিত্বের কারণে শুটিং শেষ করেন ওই দুই অভিনয়শিল্পী। তবে নাম প্রকাশ করা হয়নি কারও। প্রতিবেদনে বলা হয়েছে অভিনেত্রী খল চরিত্রে কাজের সুবাদে পরিচিত। অন্যদিকে অভিনেতা বলিউড ফেরত। মাঝে মাঝে কাজ করেন টলিপাড়ায়।