images

বিনোদন

‘তুফানে’র পর ‘বরবাদে’ আরাফাত মহসীন

বিনোদন ডেস্ক

২১ মার্চ ২০২৫, ০৫:০৭ পিএম

images

বর্তমান সময়ের সাড়া জাগানো সংগীত পরিচালকদের একজন আরাফাত মহসীন। নিধি নামেও তিনি ইন্ড্রাটিতে বেশ পরিচিত। পর পর দুই ব্লকবাস্টার হিট সিনেমা রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’ এর ব্যাকগ্রাউন্ড মিউজিক করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এই দুই সিনেমায় তার একাধিক গান ছিল। সেগুলোও ব্যাপক প্রশংসিত হয়েছে। 

1734602252345

আসন্ন ঈদে মুক্তি প্রতিক্ষায় থাকা সিনেমা  ‘বরবাদ’ এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছেন তিনি। সারা দেশের সিনেমাপ্রেমীদের আগ্রহের শীর্ষে অবস্থান করা এই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় শেষ পর্যন্ত আস্থা রেখেছেন শাকিব খানের সবশেষ ব্লকবাস্টার ‘তুফান’-এ কাজ করা এই সংগীত পরিচালকের ওপরই। সেই আস্থার প্রতিদান দিতে এখন রাত-দিন কাজ করে যাচ্ছেন তিনি।

shakib-khan-20250109111646

আরাফাত  বলেন, ‘রায়হান রাফীর পরিচালনায় শাকিব ভাইয়ের সিনেমা ‘তুফান’-এ প্রথম কাজ করার সুযোগ ঘটে। আমি চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে কাজটি করতে। সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের পাশাপাশি ‘ফেঁসে যাই’ এবং ‘আসবে আমার দিন’ শিরোনামে দুটি গান করি। যার জন্য অনেক মানুষের ভালোবাসা ও উৎসাহ পেয়েছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ‘বরবাদ’ করে যাচ্ছি। কাজটা আমি বেশ উপভোগ করছি।’ 

তিনি যোগ করেন, ‘কাজটিতে চ্যালেঞ্জ যেমন আছে তেমনি এক্সপেরিমেন্ট করার জায়গাও আছে। সিনেমা রিলিজের পর হলে গেলেই দর্শক আমাদের চেষ্টার প্রতিফলত দেখতে পাবেন।’

তবে কি ‘বরবাদ’-এর উপযুক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়াল ‘দাগি’

এদিকে ঈদ উপলক্ষে সম্প্রতি উন্মুক্ত ‘পাঠাও’ এর একটি ট্রাভেল থিম সংয়ের জন্য নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন আরাফাত মহসীন। তার তৈরি এই গানে কণ্ঠ দিয়েছেন রেহান রসুল।

বলে রাখা ভালো, ২০০৯ সালে জিঙ্গেল তৈরির মাধ্যমে সংগীতাঙ্গনে অভিষেক এই সংগীত পরিচালকের। দেড় দশকের ক্যারিয়ারে অনেক গানই তৈরি করেছেন তিনি। কাজ করছেন বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও। ২০১৬ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা ‘আইসক্রিম’র মাধ্যমে চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড মিউজিকে তার অভিষেক।

এবার ঈদে সব বরবাদ হয়ে যাবে, গানের টিজার দেখে শাকিবিয়ানরা 

২০২২ সালে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘দামাল’-এ কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন । এরপর ‘সড়ুঙ্গ’ এবং ‘তুফান’ এ ঝড় বইয়ে দেন। এবার ‘বরবাদ’ দিয়ে বাজিমাত করতে আসছেন আরাফাত মহসীন।