বিনোদন ডেস্ক
২১ মার্চ ২০২৫, ১১:০৯ এএম
ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা ২০১০ সালে ‘খোঁজ : দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে ছিলেন অনন্ত জলিল। গত ১৫ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন এক গুচ্ছ ছবিতে। এবার অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন এ অভিনেত্রী।
অনন্ত জলিলের দাবি মিথ্যা: প্রেস সচিব
এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ‘হাতে তিন-চারটি সিনেমা আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করতে চাই না।’
তিনি বলেন, ‘এরপর আর সিনেমা করাটাও সুন্দর দেখায় না। কারণ একটা বয়স পর্যন্ত মানুষের নায়িকা ভাব থাকে। আমার মনে হয়, সেই সময়টা চলে গেছে। এছাড়া আমার বাচ্চারাও বেশ বড় হয়েছে।’
অনন্ত জলিল ‘মিথ্যুক– দ্য লায়ার’
তিনি যোগ করেন, ‘আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
সবশেষ অভিনেত্রী বলেন, ‘আমি খুব বাস্তববাদী মানুষ। ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। তত দিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তাই।’
অনন্ত জলিলকে আদালতে হাজির হতে সমন
বলে রাখা ভালো, ক্যারিয়ারের প্রথম সিনেমায় অভিনয়ের সময় অনন্তর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বর্ষা। এরপর ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন এই তারকা জুটি।
ইএইচ/