বিনোদন ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ১০:৫৯ এএম
চলছে রহমত, মাগফেরাত আর নাজাতের মাস মাহে রমজান। যে যার সামর্থ্য অনুযায়ী দান করছেন। পাপ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছেন। কেউ পবিত্র ওমরাহ পালনে হাজির হচ্ছেন মক্কায়। এবার ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় গেছেন অভিনেত্রী হিনা খান।
স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী, বাদ পড়লেন সিরিজ থেকে
বর্তমানে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী। এই কঠিন সময়েও নিজের মানসিক শান্তি ও আত্মশুদ্ধি অর্জনের জন্য পবিত্র ওমরাহ পালনে মক্কায় গিয়েছেন তিনি।
সম্প্রতি হিনা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ওমরাহ পালনের কিছু ছবি শেয়ার করেন। সেখানে তাকে সবুজ আবায়া ও মাথায় হিজাব পরা অবস্থায় দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “ আমি এখানে (মক্কা) আসতে পেরে অভিভূত এবং বাকরুদ্ধ। আমার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন।”
ক্যানসার নিয়েও রোজা রাখছেন অভিনেত্রী হিনা খান
অভিনেত্রীর ওই পোস্টে ভক্তরা তাকে শুভকামনা জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, “আল্লাহ আপনার সব বিপদ এবং রোগ থেকে মুক্তি প্রদান করুন।” আরেকজন লিখেছেন, “আপনার ইবাদত কবুল হোক এবং দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। ”
বলে রাখা ভালো, তিনি দীর্ঘদিন ধরে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০২৪ সালের জুলাই মাসে অভিনেত্রীর ক্যানসার ধরা পড়ে। বর্তমানে স্তন ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন তিনি ।
ইএইচ/