images

বিনোদন

তবে কি ‘বরবাদ’-এর উপযুক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়াল ‘দাগি’

বিনোদন ডেস্ক

১২ মার্চ ২০২৫, ০৩:৫৮ পিএম

ঈদের খুশিকে বাড়িয়ে দিতে প্রতি বছর নতুন সিনেমা নিয়ে হাজির হন অভিনয় শিল্পীরা। এবারের ঈদুল ফিতরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বহুল প্রতীক্ষিত সিনেমা — ‘বরবাদ’ ও ‘দাগি’। দুই ছবি নিয়ে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে সিনেমাপ্রেমীদের মধ্যে এখন তুমুল আলোচনা চলছে, কোন সিনেমাটি বেশি আলোড়ন তুলবে?

ঈদে আসছে ৪ ছবি, হল মালিকরা আগ্রহী ‘বরবাদ’-এ

‘বরবাদ’ সিনেমার টিজার দেখে মুগ্ধ শাকিব ভক্তরা। নেটিজেনদের প্রশংসায়ও পেয়েছে। গুঞ্জন ছিল ঈদে মুক্তির তালিকায় থাকা বাকি সিনেমাগুলো বরবাদের দাপটে বরবাদ হয়ে যাবে। কিন্তু সব জল্পনা কি আর সত্যি হয়। 

482256188_2628981420645067_6902850302479837589_n_20250311_161806098

গতকাল মঙ্গলবার দুপুরে অন্তর্জালে মুক্তি পায় ঈদের ছবি ‘দাগি’র টিজার। জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে নতুন রূপে সরগরম নেটপাড়া। যা দেখে নেটিজনদের অনেকেই বলছেন, শাকিবের ‘বরবাদ’ কে টেক্কা দিতে প্রস্তুত নিশোর ‘দাগি’। ১ মিনিট ৮ সেকেন্ডের টিজারে মারকাটারি দৃশ্য, এক চিলতে রোমান্স আকৃষ্ট করেছে সিনেমাপ্রেমীদের। 

শিহাব শাহীনের যত্নে ‘দাগি’তে ফেরার মতো ফিরছে ‘সুড়ঙ্গ’ জুটি  

দুই সিনেমা-ই তাদের ভিন্নধর্মী গল্প ও তারকাবহুল কাস্টিংয়ের কারণে আলোচনায় এসেছে। ‘বরবাদ’ ট্রেলারে শাকিব ও তার সংলাপ সিনেপ্রেমীদের মন ছুঁয়েছে। অন্যদিকে দাগির চরিত্রগুলোও কৌতূহল জাগিয়েছে দর্শকদের। 

lightning-bolt-icon-symbol-2405-mens-premium-longsleeve-shirt

‘বরবাদ’ ছবির ট্রেলার মুক্তির পর গুঞ্জন ছিল ঈদে মুক্তি পাওয়া কোনো সিনেমা দর্শক টানতে পারবে না। তবে নির্মাতা শিহাব শাহীন কম যান না। তিনিও টিজারে বার্তা দিলেন এবারের ঈদে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে মুক্তির পর দেখা যাবে কে বাজিমাত করতে পারে।