সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

ঈদে আসছে ৪ ছবি, হল মালিকরা আগ্রহী ‘বরবাদ’-এ

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img

ঈদ উৎসবে দেশের চলচ্চিত্রাঙ্গন হয়ে ওঠে সরগরম। হলগুলো সেজে ওঠে নতুন ছবির পোস্টারে। লাভের মুখ দেখার আশায় খোলা হয় বন্ধ হলগুলোও। এবারের চিত্রটাও একইরকম হতে যাচ্ছে।  

এরইমধ্যে জানা গেছে, ঈদে মুক্তির জন্য ঘোষিত সিনেমার সংখ্যা ৪। এগুলো হলো ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘জ্বীন ৩’। মুক্তিপ্রতীক্ষিত ছবি ৪টি হলেও হল মালিকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে একটি সিনেমা। সেটি সুপারস্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’।


বিজ্ঞাপন


সিনেপ্লক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ ঢাকা মেইলকে বলেন, ‘‘অনেকদিন ধরে দর্শক খরায় ভুগছি আমরা। ‘তুফানে’র পর সেভাবে আশার প্রতিফলন ঘটাতে পারেনি কোনো সিনেমা। তবে ঈদের ছবিগুলো নিয়ে আমরা আশাবাদী। কেননা এ সময় দর্শক হলমুখী হন। আশাকরি সবগুলো ছবিই ভালো যাবে। তবে বিশেষভাবে বলতে হয় শাকিব খানের ‘বরবাদ’ নিয়ে। দর্শকের প্রচুর আগ্রহ ছবিটা নিয়ে। আমরাও আশাবাদী। ঈদের সিনেমাগুলোর মধ্যে ‘বরবাদ’কে এগিয়ে রাখব।’’

একই সুর যমুনা ব্লকবাস্টারের মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার মাহবুবুর রহমানের কণ্ঠে। তিনি বলেন, ‘‘শাকিব খানের ছবি নিয়ে দর্শকের আগ্রহ তুমুল। এর আগে ‘তুফান’ খুব ভালো গেছে। ‘বরবাদে’রও দারুণ হাইপ উঠেছে। ওই জায়গা থেকে আমরা ‘বরবাদ’কে এগিয়ে রাখছি। বেশি শো রাখব। দর্শকের চাহিদা বেশি থাকলে লেট নাইট শোও চালাব।’’

তিনি যোগ করেন, ‘এখনও কোনোকিছু চূড়ান্ত না। ছবির সংখ্যা বাড়তে পারে। আমাদের যেহেতু সাতটি হল সেহেতু চারটি ছবি মুক্তি পেলে চাইব সবকটা চালাতে।’ 
রাজধানীর শ্যামলী সিনেমা হলের হাউজ ম্যানেজার আহসানউল্লাহ বলেন, ‘আমরা ঈদের সিনেমাগুলোর জন্য আশায় বুক বেঁধে আছি। ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন ৩’ মুক্তি পাচ্ছে বলে শুনছি। তবে শাকিবের ছবিটিকে প্রাধান্য দেব আমরা। এরপর থাকবে আফরান নিশোর ছবি। কেননা দর্শকের আগ্রহের ক্ষেত্রে শাকিব এগিয়ে থাকবে। এরপর নিশো। বড় ছবি যারা নিতে পারবেন না তারা ছোট ছবি চালাবেন। ওই ছবিগুলোর যদি গল্প ভালো থাকে তাহলে দর্শক দেখবেন। হল মালিকরাও স্বস্তির নিশ্বাস ফেলবেন।’’ 

চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক সাইফ হোসাইন সাইফ মনে করছেন দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খানের অবদান বেশি। এখনও তা অব্যহত। তাই ‘বরবাদ’কে প্রাধান্য দিলেন। তার কথায়, ‘‘এ বিষয়ে আমরা সাধারণত ১০ রোজার পর সিদ্ধান্ত নিই। তবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি শাকিব খান। তার সিনেমার প্রতি দর্শকের আগ্রহ সবচেয়ে বেশি। ইন্ডাস্ট্রির জন্য শাকিবের অবদানও বেশি। ‘বরবাদে’র টিজার এরইমধ্যে দর্শকের মন জয় করেছে।’’


বিজ্ঞাপন


ঢাকার অদূরের উপজেলা শহর নাগরপুরের রাজিয়া সিনেমা হলের দায়িত্বে থাকা মো: আমিন বলেন, ‘আজকাল ব্যবসাটা ঈদ মৌসুমে হয়। লাগাতার লোকসানের কারণে অনেকদিন বন্ধ ছিল হল। ওই জায়গা থেকে ঈদে ভালো ছবি আনতে চাই। যেন ব্যবসাটা হয়। সেক্ষেত্রে শাকিবের ‘বরবাদ’কে প্রাধান্য দেওয়া খুব স্বাভাবিক। এরপর নিশোর দাগি’। তবে এখনও বেশ কিছুদিন আছে। ট্রেলার, গান মুক্তি পাক। তারপর সিদ্ধান্ত নেব।’’ 

বলে রাখা ভালো, মুক্তির জন্য ঘোষিত প্রতিটি ছবিকে পাড় হতে হবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বৈতরণী। যদিও ছবিগুল সহজেই উতরে যাবে বলে ধারনা সবার। 
‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত প্রমুখ। ছবিটি নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। 

‘দাগি’ নির্মাণ করেছেন শিহাব শাহীন। এর মাধ্যমে ফের ‘সুড়ঙ্গ’ জুটি আফরান নিশো-তমা মির্জা। সুনেরাহ বিনতে কামালকেও দেখা যাবে এ ছবিতে। 

‘জংলি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে সিয়াম আহমেদ। তার বিপরীতে দেখা যাবে শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘিকে। গল্প আজাদ খানের। চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। এটি নির্মাণ করেছেন এম রাহিম।

‘জ্বীন ৩’-এর পরিচালক কামরুজ্জামান রোমান। অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, আবদুন নূর সজল। এটি জ্বীন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। 

আরআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন