বিনোদন ডেস্ক
০৬ মার্চ ২০২৫, ১১:৪৮ এএম
রাগে ঘৃণায় বলিউড ছাড়ছেন ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ পরিচালক অনুরাগ কাশ্যপ। সাম্প্রতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন পরিচালক। এসময় বলিউডের ওপর ক্ষোভ ঝাড়তে শোনা যায় তাকে।
তিনি বলেন, ‘হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবেশ একেবারে টক্সিক। সবাই শুধু বক্স অফিস কোটি অংকের পেছনে ছুটছে। সৃজনশীলতা নষ্ট হচ্ছে।‘ তাই বলিউড ছেড়ে দক্ষিণী সিনেমাতে ঘাটি গড়তে চান তিনি।
মাস দুয়েক আগেও বলিউড ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অনুরাগ। সেই সময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবেশ এবং কাজের ধরন নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন। এবার বলিউড ছাড়ার ঘোষণা এ পরিচালকের।
বাংলা সিনেমা জঘন্য, অনুরাগের মন্তব্যে উত্তাল নেট দুনিয়া
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ জানিয়েছেন, ‘আমি বলিউড ফিল্মের লোকজনদের থেকে দূরে থাকতে চাই। ইন্ডাস্ট্রিটা এত টক্সিক হয়ে গিয়েছে। সকলের ৫০০-৮০০ কোটি টাকার ব্যবসা চাই। সৃজনশীল পরিবেশ একেবারে নেই বলিউডে।’
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সৃজনশীলতা দেখে মুগ্ধ তিনি। এ বিষয়ে অনুরাগ বলেন, ‘দক্ষিণের কাজ দেখলে আমার হিংসা হয়। আমার পক্ষে এখন আর বাইরে গিয়ে এক্সপেরিমেন্ট করা সম্ভব নয়।’
গত বছরের ডিসেম্বর মাসে পরিচালক বলেছিলেন, ‘যতদিন যাচ্ছে, বলিউড আমাকে হতাশ করছে। এই ইন্ডাস্ট্রির কাজ দেখে ক্লান্ত। সিনেমা তৈরির আগেই কীভাবে সিনেমাকে বেচতে হবে, প্রযোজকদের মাথায় সেই চিন্তা ঘোরে। ছবি তৈরির মধ্যে যে আনন্দ রয়েছে, তা কোথাও গিয়ে মিসিং। এই ধরনের বিষয় আমার বিরক্ত লাগে।’
বলে রাখা ভালো, বর্তমানে মালয়ালি থ্রিলার সিনেমা ফুটেজ-এর প্রচারে ব্যস্ত কাশ্যপ। এছাড়াও দক্ষিণী ছবি ‘ডেকয়েট’-এ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অনুরাগ কাশ্যপকে।