মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাংলা সিনেমা জঘন্য, অনুরাগের মন্তব্যে উত্তাল নেট দুনিয়া 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের মতে বাংলা সিনেমা জঘন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। এরপর থেকেই উত্তাল নেট দুনিয়া। পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী নেটাগরিকরা ক্ষুব্ধ তার ওপর। একই সঙ্গে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন টলিউড শিল্পীরা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন, ওর কোনও দায় নেই বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর বা বসার বা শোওয়ার। অনুরাগ নিজের মতামত প্রকাশ করেছেন, স্বাধীনভাবে। এই মন্তব্য নিয়ে এত জল্পনা, কান্নার কিছু নেই। কটা ভালো সিনেমা হচ্ছে বাংলায়? কয়জন নতুন ভালো চলচ্চিত্রকারদের সুযোগ দেওয়া হচ্ছে? বেশ করেছে বলেছে। ওর মতো পরিচালকদের বলার অধিকার রয়েছে, তাই বলেছে। মেনে নিন বা অনুরাগকে ভুল প্রমাণ করুন, ভালো ছবি বানিয়ে।


বিজ্ঞাপন


অন্যদিকে টলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত। তিনি লিখলেন, বাংলা সিনেমার কোনো কনটেন্ট-ই নেই। সব হিন্দি সিনেমার অসাধারণ সব কনটেন্ট আজ থেকে দেখছি না কি? নাম শুনলেই বুঝে যাই। গত কয়েক দশকে বিশ্ব মানের কন্টেন্ট পেয়েছি আমরা।

এদিকে অনুরাগের এই মন্তব্য নিয়ে কেউ কেউ তার পাশে দাঁড়িয়েছেন। কেউ আবার তুলোধনা করছেন ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘দেব ডি’, গ্যাংস অফ ওয়াসিপুর খ্যাত পরিচালককে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে অনুরাগ বলেন, ‘বাংলা সিনেমা কীভাবে চলবে, একেবারে জঘন্য। অনুরাগ আরও বলেন, একটা সময় ছিল যখন বাংলা সিনেমা এভারেস্টের উচ্চতায় ছিল। হিন্দি ছবিরও মানও পড়েছে। কিন্তু সেটা সেকেন্ড ফ্লোর থেকে নিচে পড়েছে। আর বাংলা ছবি এভারেস্ট থেকে নিচে পড়েছে।’এরপর থেকেই উত্তাল নেট দুনিয়া। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub