বিনোদন ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ০৩:০৮ পিএম
শৈশব থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা। চার বছর বয়স থেকেই শুরু করেন অভিনয়। কাজ করেছেন ৩০টিরও বেশি জনপ্রিয় সিনেমায়। এক সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী এখন সরকারি কর্মকর্তা। বলছি ভারতের কন্নর চলচ্চিত্র অভিনেত্রী এইচএস কীর্থনার কথা।
দর্শকপ্রিয় এই অভিনত্রী কাজ করেছেন জনপ্রিয় টিভি শো ‘কাপুরদা গম্ভে’, ‘গঙ্গা যমুনা’, ‘মদ্দিনা আলিয়া’, ‘উপেন্দ্র’, ‘সার্কেল ইন্সপেক্টর’, ‘লেডি কমিশনার’, ‘হাব্বা’সহ একাধিক টেলিভিশন সিরিয়ালে। একন পর্যন্ত তার ঝুলিতে আছে ৩০টির বেশি ব্যবসাসফল সিনেমা। যা তাকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি।
'বউ বলেছে অস্কার জিতলেই চতুর্থ সন্তানের বাবা হতে পারবে'
তার সামনে ছিল বিনোদন জগৎ-এর সাফল্য, পুরস্কারসহ অনেক প্রাপ্তি। অন্যদিকে ভারতের সর্বোচ্চ প্রশাসনিক পদ। গ্ল্যামার দুনিয়ার হাতছানি উপেক্ষা করে বাবার স্বপ্ন পূরণ করতে অভিনয় কে বিদায় জানান কীর্থনা।
বিনোদন অঙ্গনে এমন মানুষ দেখা যায় না। তবে ব্যতিক্রম এই অভিনেত্রী। তিনি মনে করেন, জীবনের সফলতা মানে কঠিন পরীক্ষায় পাশ করে সরকারি চাকরিজীবী হওয়া।
রাফীর সঙ্গে বিয়ের গুঞ্জন ছড়াতেই ফেসবুকে যা লিখলেন তমা
তিনি বলেন, ‘সিনেমায় কাজ করার ফাকে ফাকে পাঁচবার আইএস পরীক্ষায় অংশ নিয়েছিলাম। তবে প্রতিবারই ব্যর্থ হয়। এই ব্যর্থতাই আমাকে সাফল্যের শিখরে নিয়ে গেছে।’ ২০১৯ সালে আইএস পরীক্ষায় সফল হয়ে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা হয়েছেন কন্নড় সিনেমার এই নায়িকা।
কীর্থনার শৈশব কেটেছে কর্ণাটকের হোসকার গ্রামে। এরপর পড়াশোনার জন্য ব্যাঙ্গালুরুতে চলে আসেন তিনি। স্কুল পাস করার পর ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন এই অভিনেত্রী।
ইএইচ