বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস মঞ্চে অস্কার হাতে কেইরান কালকিন রসিকতা করে বলেন,‘বউ বলেছে অস্কার জিতলেই চতুর্থ সন্তানের বাবা হতে পারবে।’ আর তাতেই অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-এর অনুষ্ঠানে হাসির রোল।
তিনি বলেন, ‘দাঁড়ান, আপনাদের সকলের সঙ্গে একটা কথা শেয়ার করি। স্ত্রী জ্যাজ চার্টনের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। সে আমাকে শর্ত দিয়েছিল। যদি আমি এমি পুরস্কার জিতে ফিরি, তাহলেই তৃতীয় সন্তান নিয়ে আসবে। ও ভাবেনি আমি জিততে পারি।’
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শো শেষে যখন পার্কিং লট দিয়ে যাচ্ছিলাম, তখন জ্যাজ আমাকে বলে- হে ভগবান, এবার আমায় তৃতীয় সন্তান নিয়ে আসতে হবে। তখন আমি পালটা বলি, আমার চার নম্বর সন্তানও চাই। তখন জ্যাজ বলেছিল, ‘তুমি অস্কার জিতলে তোমাকে চতুর্থ সন্তান দেব।’
দর্শকাসনে বসে থাকা স্ত্রীকে কালকিনের প্রশ্ন, ‘তোমার মনে আছে তো প্রিয়তমা?’ তাদের খুনসুঁটির ভিডিও ভাইরাল হতেই আলোচনায় মেতেছে নেটিনেজরা।
বিজ্ঞাপন
এদিন রবার্ট ডাউনি জুনিয়রের হাত থেকে পুরস্কার নিয়ে কেইরান কালকিনকে বলতে শোনা যায়, ‘হে ঈশ্বর, এটা দারুণ। আমি জানতামও না, অসংখ্য ধন্যবাদ। আমার কাছে এটা বড় প্রাপ্তি।’
উল্লেখ্য, ২০১৩ সালে বিয়ে করেন কেইরান কালকিন এবং জ্যাজ চার্টন। তাদের দুই সন্তান রয়েছে।
ইএইচ