বিনোদন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম
বলিউডের আফসোসের নাম সুশান্ত সিং রাজপুত। নিজেকে ছড়িয়ে দেওয়ার আগেই ফুরিয়ে যেতে হয়েছে তাকে। তবে অনুরাগীরা হৃদয়ে ঠিকই জড়িয়ে রেখেছেন এ নায়ককে। ভিনদেশিরাও আছেন তালিকায়।
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তারা স্মরণ করলেন নায়ককে। সুশান্তর বান্দ্রার অভিশপ্ত বাসভবনের সামনে রুশ অনুরাগীরা জড়ো হন। মোমবাতি জ্বেলে স্মরণ করেন প্রয়াত অভিনেতাকে। ভালবাসাও জানান। তাদের সঙ্গে ছিল সুশান্তকে নিয়ে তৈরি নানা পোস্টার ও প্ল্যাকার্ড।
জানা গেছে, সুশান্তের ছবি ‘এমএস ধোনি’ দেখে মুগ্ধ হয়েছিলেন এই রুশ অনুরাগীরা। তারপর থেকেই তার জীবনযাপন ও ছবির ওপর নজর রাখতেন তারা। প্রেম দিবসেও তাদের মনে প্রয়াত অভিনেতা। এই দিন সুশান্তের মৃত্যুর সঠিক বিচারের দাবিও তোলেন তারা।
হত্যা নাকি আত্মহত্যা— সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে কানাকানি আজও চলে। পাঁচ বছর পরও সে রহস্য উন্মোচন হয়নি। এদিকে রহস্যমৃত্যুটি নিয়েছে নতুন মোড়।
সুশান্তর পরিবার ও অনুরাগীদের দাবি মেনে ফের জনস্বার্থ মামলায় দাখিল করা হয়েছে। জানা যাচ্ছে, এই মামলা অনুযায়ী সুশান্ত ও তার ম্যানেজার দিশার রহস্যমৃত্যুর সঙ্গে জড়িত আদিত্য ঠাকুরকে জিজ্ঞাসাবাদ করা হবে।