images

বিনোদন

ফের বিয়ে করছেন রাখি, পছন্দ পাকিস্তানিকে 

বিনোদন ডেস্ক

২৯ জানুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম

অনেক দিন ধরে আলোচনায় নেই বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার আলোচনায় এলেন তৃতীয় বিয়ের খবর নিয়ে। পাকিস্তানিকে বিয়ে করছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই খবরটি দিয়েছেন রাখি। 

তিনি বলেন, ‘আমাকে অনেকেই বিয়ের প্রস্তাব দিচ্ছে। আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম, ওদেরও নজরে পড়েছিল কীভাবে আগের বিয়েগুলোর জন্য আমাকে হেনস্তা করা হয়। আমি অবশ্যই প্রস্তাবগুলির মধ্যে একটিকে বেছে নেবই। আমি পাকিস্তানিদের ভালোবাসি। এবং আমার এখানে ফ্যানও প্রচুর।’

এরপর বলেন, ‘বিয়ে হবে পাকিস্তানেই। ইসলামিক প্রথা মেনে। তবে রিসেপশন হবে ভারতে। আর আমরা হানিমুনে সুইজারল্যান্ড অথবা নেদারল্যান্ডসে যেতে পারি।’

এর আগে দুইবার বিয়ের পিঁড়িতে বসেছেন রাখি। প্রাক্তন স্বামী রিতেশের সঙ্গে বিচ্ছেদের পর একা ছিলেন কিছুদিন। এরপর বিয়ে করেন আদিল দুররানিকে। ভালোবেসে গাঁটছড়া বাঁধলেও বেশিদিন স্থায়ী হয়নি সে ঘর। এবার তৃতীয় বিয়ের বেলায় পাকিস্তানির গলায় মালা দেবেন বলেই জানালেন এ বিতর্কের রানি।