images

বিনোদন

আমাদের সংসারে ঝগড়া, কথা–কাটাকাটি হয়েছে: মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক

১৩ জানুয়ারি ২০২৫, ১২:৩১ পিএম

গতকাল ১২ জানুয়ারি এক বছর পূর্ণ হলো অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ের। সংবাদমাধ্যমকে জানালেন, স্বামী চিত্রনাট্যকার লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে এক বসন্ত কখনও ভালো গেছে, কখনও খারাপ কেটেছে। হয়েছে ঝগড়া, কথা কাটাকাটিও।

সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘বিয়ের এক বছর কখনও খুব ভালো গেছে, কখনও খুব খারাপ। আমরা অভিনয়শিল্পীর পরে একটা সাধারণ মানুষ। অন্য দশটা পরিবারে যা হয়, তা–ই হয়েছে আমাদের সংসারে। আমাদের সংসারে ঝগড়া, কথা–কাটাকাটি হয়েছে। আবার রাগ ভাঙলে প্রেম করেছি। এভাবে আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা বেড়েছে। সুযোগ পেলেই আমরা গেছি ঘুরতে।’

418538534_1805520209911019_7266276287359951776_n_20240114_173153518_20241119_141756046

দিন শেষে ভালো আছেন উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমরা ভালো আছি—দিন শেষে এটা বলতে পারি। এটাও শিখেছি, জীবনে খুব বেশি কিছু দরকার নেই। ভালো থাকাটাই সবার আগে দরকার। যে কারণে ধৈর্য ধরা অবশ্যই শিখতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়েই আমরা জীবন শুরু করেছিলাম। এখনো সেই সম্পর্কই রয়েছে। কোনো অপ্রাপ্তি থাকলে সেটাকে আমরা ভালো থাকার জন্য কাভার আপ করার চেষ্টা করেছি।’

গেল বছরের শেষে মুক্তির পেয়েছে মৌসুমীর ‘নয়া মানুষ’। সুজলা চরিত্রে দেখা গেছে তাকে। নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ।