শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ে নিয়ে মুখ খুললেন মৌসুমী হামিদ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

বিয়ে নিয়ে মুখ খুললেন মৌসুমী হামিদ 

গতকাল বুধবার সন্ধ্যায় গায়ে হলুদ সম্পন্ন হয়েছে মৌসুমী হামিদের। আগামীকাল শুক্রবার সম্পন্ন হবে তাদের বিয়ে। পাত্র আবু সাইয়িদ রানা ঢাকার ছেলে। বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। পারিবারিক সম্মতি পেতেই বসছেন বিয়ের পিঁড়িতে। 
বুধবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশ পায় মৌসুমী-রানার গায়ে হলুদের ছবি। তা দেখে নড়েচড়ে বসেন সবাই। অভিনেত্রীর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও অভিনয়শিল্পী তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। তবে সেসময় বিয়ে প্রসঙ্গে মৌসুমী কিছু না বললেও এবার মুখ খুললেন।

আরও পড়ুন: বিয়ে করছেন মৌসুমী, পাত্র কে?


বিজ্ঞাপন


সংবাদমাধ্যমকে মৌসুমী হামিদ বলেন, ‘আমার গায়ে হলুদ হলো। খুব ছোট্ট করে বাসার ছাদে এই আয়োজন করেছি। রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’

আরও পড়ুন: লম্বা ছেলে পাইনি, তাই বিয়ে করা হয়নি: মৌসুমী

মৌসুমীর মতো রানাও শোবিজের সঙ্গে জড়িত। তবে তিনি কাজ করেন ক্যামেরার প্রেছনে। জানা গেছে, পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন তারা। বিয়ের পরে দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে তাদের।

বিনোদন অঙ্গনে মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর