images

বিনোদন

অভিনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, থানায় নারী  

বিনোদন ডেস্ক

০১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ এএম

অভিনয়ের প্রলোভন দেখিয়ে হেনস্তার ঘটনা আগেও ঘটেছে। মাঝে মাঝেই শোনা যায়। এবার এ অভিযোগে অভিযুক্ত বলিউড অভিনেতা শরদ কাপুর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

৩২ বছরের এক তরুণীকে অভিনয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়েছিলেন শরদ। অভিনেতার ডাকে সাড়া দিলে ঘটনাস্থলে নিয়ে হেনস্তা করা হয় বলে মুম্বাই থানায় অভিযোগ করেছেন ওই তরুণী। 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে শরদের আলাপ হয়েছিল সমাজমাধ্যমে। বেশ কিছুদিন কথাবার্তার পর শরদ নতুন ছবি নিয়ে কথা বলার জন্য নিজের কার্যালয়ে ডেকে পাঠান তরুণীকে। 

বলিউডে পরিচিত নাম শরদ কাপুর। ঝুলিতে রয়েছে ‘জোশ’, ‘এলওসি কারগিল’, ‘লক্ষ্য’, ‘দস্তক’-এর মতো ছবি। একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকেও দেখা গেছে ফলে অভিনেতাকে অগ্রাহ্য করতে পারেননি বলে দাবি তরুণীর। 

তিনি জানিয়েছেন, গত ২৬ নভেম্বর ঠিকানা মিলিয়ে পৌঁছে যান নির্দিষ্ট স্থানে। কিন্তু গিয়ে বুঝতে পারেন, সেটি শরদের অফিস নয়। বাড়িতেই ডেকেছেন অভিনেতা! তরুণীর দাবি, দরজা খুলতেই শরদের গলা ভেসে আসে। তিনি পরিচারককে নির্দেশ দেন, তরুণীকে শোয়ার ঘরে পৌঁছে দিতে। 

এরপর ঘটে আসল ঘটনা। অভিনেতা আপত্তিজনকভাবে স্পর্শ করতে থাকেন ওই তরুণীকে। কোনোমতে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। এরপরও ছাড় দেননি শরদ। পাঠিয়েছেন অশ্লীল বার্তা।