মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘বচ্চন’ পদবি মুছলেন ঐশ্বরিয়া! বিচ্ছেদ কি চূড়ান্ত? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪, ০১:১৬ পিএম

শেয়ার করুন:

নতুন বাংলাদেশ গড়তে প্রযুক্তির সহযোদ্ধা কোডমলি 

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জনের বয়স বছরের বেশি হয়েছে। প্রতিনিয়ত নতুনত্ব নিয়ে ধরা দিচ্ছে তা। রাই সুন্দরী তার নামের পদবি থেকে ‘বচ্চন’ ছেটে ফেলায় ফের মাথাচাড়া দিয়েছে গুঞ্জন। 

খুলেই বলা যাক। সম্প্রতি দুবাইয়ে উইমেন এমপাওয়ারমেন্ট বিষয়ক একটি আলোচনাসভায় অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে মঞ্চে ঐশ্বরিয়া পা রাখতেই স্ক্রিনে ভেসে ওঠে তার নাম। স্ক্রিনের সে নামে বাদ পড়ে বচ্চন পদবি। এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে ডিভোর্স গুঞ্জনের তেজ আরও বাড়তে থাকে।

avishek-BG220180420204111_20241020_114745345

তবে এ নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। কেননা আনুষ্ঠানিকভাবে অফিশিয়ালি এখনও বচ্চন আছেন রাই সুন্দরী। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকি মারলেই সেটা স্পষ্ট। জানা গেছে, যেহেতু দুবাইয়ের এই অনুষ্ঠান নারী স্বাধীনতা, নারী শক্তি নিয়ে সে কারণে আয়োজকরা ঐশ্বরিয়ার নামের পাশে রাই পদবি ব্যবহার করেছেন। স্বামীর পদবি নয়!

যদিও এসব শুনছেন না নেটাগরিকদের একাংশ। বিশেষ করে নিন্দুকেরা নাচছেন। তাই দেখে অভিষেক-ঐশ্বরিয়ার অনুরাগীরা কিছু চিন্তিত। একমনে চাইছেন এক ছাদের নিচেই থাক তাদের প্রিয় তারকা দম্পতি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর