images

বিনোদন

প্রাণ বাঁচাতে সালমানকে ক্ষমা চাওয়ার পরামর্শ এমপির 

বিনোদন ডেস্ক

১৫ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পিএম

আততায়ীর গুলিতে নিহত বাবা সিদ্দিকির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলিউড তারকা সালমান খানের। গুঞ্জন উঠেছে এই ঘনিষ্ঠতার কারণেই মৃত্যু হয়েছে ভারতের প্রাক্তন এ মন্ত্রীর। কেননা সালমানকে প্রাণনাশের হুমকিদাতা বিষ্ণোই গ্যাং দায় স্বীকার করে নিয়েছে এ হত্যার। 

এতে সালমানকে নিয়ে সংশয়ে ভারতীয় প্রশাসন। বাড়ানো হয়েছে তার নিরাপত্তা। এবার প্রাণ বাঁচাতে বিষ্ণোই গ্যাংয়ের কাছে ক্ষমা চাইতে পরামর্শ দিলেন দেশটির বিজেপির রাজ্যসভার সাংসদ হরনাথ সিং যাদব। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নিজের এক্স হ্যান্ডেলে ভাইজানকে ট্যাগ করে হরনাথ লিখেছেন, ‘প্রিয় সালমান খান, যে কৃষ্ণসার হরিণকে বিষ্ণোই সমাজ দেবতা মনে করে পূজা করে, তার শিকার আপনি করেছেন এবং মাংস রান্না করে খেয়েওছেন। এতে বিষ্ণোই সমাজের ভাবাবেগে আঘাত লেগেছে এবং বহুদিন ধরে বিষ্ণোইদের আক্রোশ আছে আপনার ওপরে। 

এরপর লেখেন, ভুল তো মানুষের হয়। আপনি বড় অভিনেতা, দেশের প্রচুর মানুষ আপনাকে সম্মান করেন। আমার পক্ষ থেকে আপনাকে সদুপদেশ, বিষ্ণোই সমাজের বিশ্বাসকে সম্মান দিয়ে নিজের এই বিশাল ভুলের জন্য আপনার ক্ষমা চেয়ে নেওয়া উচিত।’

এদিকে বাবা সিদ্দিকি হত্যার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং একটি খোলা চিঠির মাধ্যমে সালমান ঘনিষ্ঠদের সতর্ক করেছে। সেখানে লেখা, “সালমান খান, আমরা কিন্তু এই যুদ্ধ চাইনি। কিন্তু তোমার জন্য আমাদের ভাইয়ের মৃত্যু হয়েছে।”

এরপর লেখা হয়েছে, “আমাদের কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। কিন্তু যারাই সালমান ও দাউদ বাহিনীকে সাহায্য করেন, তাদের সাবধান হওয়া উচিত। আমাদের দলের কোনো ভাইকে যদি মরতে হয়, তার উত্তর আমি দেব। প্রথম আক্রমণটা কখনওই আমরা করি না।”তবে সালমান ক্ষমা চাওয়ার ব্যাপারে কিছু জানাননি।