শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সালমানের হুমকিদাতার নিশানায় এবার যে স্ট্যান্ড আপ কমেডিয়ান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

সালমানের হুমকিদাতার নিশানায় এবার যে স্ট্যান্ড আপ কমেডিয়ান 

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তালিকায় অনেকদিন ধরেই আছেন বলিউড তারকা সালমান খান। ধারণা করা হচ্ছে বাবা সিদ্দিকিকে হত্যার পেছনেও হাত রয়েছে এই গ্যাংয়ের। তালিকায় যুক্ত হয়েছে নতুন নাম। স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিও পেয়েছেন হুমকি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

বাবা সিদ্দিকির মৃত্যু রহস্য উন্মোচনে ব্যস্ত ভারতীয় পুলিশ। চলছে তদন্ত। এরমধ্যে জানা গেছে, লরেন্স বিষ্ণোই নাকি হুমকি দিয়েছেন মুনাওয়ারকে। অভিযোগ ওঠার পরই বাড়ানো হয়েছে তার নিরাপত্তা। এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে। 


বিজ্ঞাপন


তবে কেন মুনাওয়ারকে হুমকি দেওয়া হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। তদন্ত করছে পুলিশ। কিন্তু তাদের তরফে জানানো হয়েছে যে তাদের কাছে একটি খবর আসে যে মুনাওয়ার ফারুকির প্রাণ সংশয় হতে পারে, তখনই তার নিরাপত্তা বাড়ানো হয়।

বলে রাখা ভালো মুনাওয়ারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আছে। ২০২১ সালে অভিযুক্ত হয়েছিলেন তিনি। হাতে উঠেছিল পুলিশের হাতকড়া। তবে সে অভিযোগ অস্বীকার করেছিলেন এই মুনাওয়ার। এবার লরেন্সের ক্ষোভের কারণ হওয়ার কারণ জানতে উদগ্রীব সবাই। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর