বিনোদন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১ এএম
‘আমি শুনেছি সেদিন’গানটি দিয়ে বাংলা ভাষাভাষীর কাছে চিরদিনের জন্য প্রিয় হয়ে গেছেন মৌসুমী ভৌমিক। এবার নিজের কালজয়ী গানটি শুনে নিজেরই বমি পাচ্ছে গায়িকার। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন মৌসুমী। সেখানে অরিজিতের কণ্ঠে শোনা গেছে গানটি।
তবে এতে অরিজিৎভক্তদের চিন্তিত হওয়ার কিছু নেই। কেননা মৌসুমির শেয়ার করা গানটি শুনেই বোঝা যায় এটি গায়কের কণ্ঠ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি।
ভিডিওটি শেয়ার করে মৌসুমী ভৌমিক লিখেছেন, “আমার মনে হয় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো এই গান। এই মাত্র পুরো গানটা শুনলাম। এখন বমি বমি পাচ্ছে। আমি আসলেই একেবারে পিছিয়ে পড়ছি।”
এদিকে গায়িকার সঙ্গে সহমত পোষণ করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, “এই গান এতটাই কাছের যে, যত্রতত্র শুনতে ভাল লাগে না।”তার সঙ্গে এক হয়েছেন অনেকে।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যায় উত্তাল পশ্চিমবঙ্গ। সেখানকার শিল্পীরা বিচারের দাবিতে নেমেছেন রাস্তায়। প্রথম দিকে নীরব ছিলেন অরিজিৎ। এতে অনুসারীরা জানতে চান তার চুপ থাকার কারণ। এরপরই নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে লাইভে এসে গান বাঁধেন নির্যাতিতার বিচারের দাবিতে। গানটি মানুষের মুখে মুখে ফিরছে।