বিনোদন ডেস্ক
২৬ আগস্ট ২০২৪, ১১:১৬ এএম
রাতের বেলা শুটিং শেষে সবাই যখন ক্লান্ত, নিজেকে সমর্পণ করেন ঘুমের রাজ্যে তখন ঘুমান না প্রিয়াঙ্কা চোপড়া ও আনুশকা। ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে পড়েন। চুপি চুপি কোথায় যান এই দুই তারকা? ভারতীয় সংবাদমাধ্যমকে সে তথ্য দিয়েছেন বলিউড অভিনেতা মনোজ পাহওয়া।
তিনি জানান, বলিউডের কয়েকজন তারকা ভুলেও শরীরচর্চা বাদ দেন না। শরীরে যতই ক্লান্তি জমুক তবুও নিজেদের টেনে নিয়ে যান ব্যায়ামাগারে। প্রিয়াঙ্কা-আনুশকাও তাই। শুটিং সেরে ভোর রাতেই বেরিয়ে পড়েন জিমের উদ্দেশে।
মনোজের কথায়, “আনুশকা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীরা কড়া ডায়েট মেনে চলেন। ভোর চারটা অথবা পাঁচটার সময় শুটিং শেষ করে আমরা ঘুমিয়ে পড়তাম। কিন্তু ওরা সোজা জিমে চলে যেতেন। টানা দুই ঘণ্টা শরীরচর্চা করে ফিরে এসে ঘুমোতেন। ওরা সত্যিই কঠোর পরিশ্রম করেন। বড় ছবিতে কাজ করার সময়ে একটা বিষয় শিখেছি। সব কিছু দেখেই শুধু সহজ মনে হয়।”
আরও পড়ুন: ধর্ষকের একটাই শাস্তি, ফাঁসি: দেব
অক্ষয় কুমার সম্পর্কেও একই তথ্য দেন মনোজ। তিনি বলেন, “অক্ষয়ও এক রকম। অস্ট্রেলিয়াতে ‘সিং ইজ় কিং’-এর শুটিংয়ের কাজ হয়ে গেলে রোজ আমরা পার্টি করতাম। সন্ধ্যা ছয়টার মধ্যে কাজ সেরে হোটেলে সাতটা থেকে আমরা পার্টি শুরু করতাম। অক্ষয়ও আসতেন। কিন্তু কখনওই মদ্যপান করতেন না। ঠিক সন্ধে ৭.৪৫ মিনিটে ওর প্রশিক্ষক এসে বলতেন, ওর খাবার প্রস্তুত। খেয়ে নিয়ে রাত সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যেতেন আর নয়টার মধ্যে ঘুমিয়ে পড়তেন। আবার ভোর চারটেয় উঠে টানা দুই-তিন ঘণ্টা শরীরচর্চা করতেন।”
বলিউডের একজন প্রতিষ্ঠিত কমেডিয়ান মনোজ পাহওয়া। অক্ষয়-প্রিয়াঙ্কা ছাড়াও কাজ করেছেন সালমান খানসহ একাধিক বড় তারকার সিনেমায়।