বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ঢাকা

ধর্ষকের একটাই শাস্তি, ফাঁসি: দেব 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪, ১২:১২ পিএম

শেয়ার করুন:

ধর্ষকের একটাই শাস্তি, ফাঁসি: দেব 

পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। এই চরম অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে সকল শ্রেণীর মানুষ। টলিউড তারকারাও রয়েছেন। চাইছেন ধর্ষকের বিচার। দেবেরও একইমত। ধর্ষকের ফাঁসি চাইছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যমকে দেব বলেন, “যারা ধর্ষণ করবে তাদের একটাই শাস্তি, ফাঁসি”এ সময় ভারতের প্রধানমন্ত্রীর কাছে রাজনৈতিক আবেদনও জানান নায়ক। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: শুটিং থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনা, আহত অভিনেতা

তিনি আরও বলেন, “যা হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সবাই চাই, বাংলার প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চাই যে যারা রেপিস্ট, যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের সবার ক্যাপিট্যাল পানিশমেন্ট দরকার। আজ থেকে নয়, দুই-আড়াই বছর আগে থেকে বলছি যে যতদিন না মানুষের মধ্যে ভয় হবে, যতদিন না মানুষ ভয় পাবে ততদিন এই ধর্ষণের ঘটনা ঘটতে থাকবে। আমাদের এখনই ধর্ষকদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে।”

আরও পড়ুন: পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ শ্রীলেখার

এ সময় ১৪ আগস্টের রাত দখলের কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন, স্বাধীনতার পর এত বড় এত সুন্দরভাবে একটা আন্দোলন দেখল ভারতবর্ষ।


বিজ্ঞাপন


শুরু থেকেই আন্দোলনে নৈতিক সমর্থন ছিল দেবের। তবে প্রেমিকা রুক্মিণী মৈত্রকে নিয়ে ছুটিতে কলকাতার বাইরে ছিলেন। তাই যোগ দিতে পারেননি। কিন্তু প্রতিবাদকারীদের সমর্থন জানিয়ে ১৪ আগস্ট নিজের সিনেমা খাদানের পূর্বাভাসের মুক্তি পিছিয়ে দেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর