images

বিনোদন

পরমব্রতের কথায় মন খারাপ পরীমণির 

বিনোদন ডেস্ক

১০ জুলাই ২০২৪, ০৬:১৪ পিএম

দিন কয়েক আগে টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় প্রশংসায় ভাসান ঢালিউড অভিনেত্রী পরীমণিকে। তাকে ‘পাওয়ার হাউস অব ট্যালেন্ট’ বলে সম্বোধন করেন এ অভিনেতা। বিষয়টি কানে গেছে পরীর। শুনে শুধু উচ্ছ্বসিত-ই হননি। হয়েছে মন খারাপও। 

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমণি বলেন, ‘আমি বুঝলাম, প্রশংসাও আমাদের খুব বুঝেশুনে করতে হয়। পরমব্রতর মতো শিল্পীর মুখ থেকে এমন কথা শোনার পর মন খারাপ হয় আমার...। ভাবলাম, আসলেই তো আমার অনেক দারুণ দারুণ সব কাজ করার কথা ছিল। কিন্তু হয়নি। হয়ে ওঠেনি। সময় তো সময়ের মতো চলে যাচ্ছে। কিন্তু আর বেশি দূর যেতে দেওয়া উচিত নয়। আমাকে আমার মতো কাজ করতে হবে। করছিও আমার মতো করে। তবে তাঁর কথাটাও আমার মাথায় থাকবে। যেভাবে বললেন, স্ক্রিন প্রেজেন্স নিয়ে, এই কথার অর্থটা আমি বুঝেছি। তাই তো পরের কোনো একটা ভিডিওতে এমন দেখতে চাই, শুনতে চাই—পরীমনির  এই কাজ আমার ভালো লেগেছে। উদাহরণের জন্য হলেও অনেক চমৎকার কাজ করতে চাই। তিনি বলেছেন, পরীমনির কিছু কাজ দেখেছি। কিন্তু তিনি কিন্তু নাম বলতে পারেননি। এর মানে আমার কোনো কাজ তাঁর মনে সেভাবে দাগ কাটতে পারেনি। পরমব্রতর মনে দাগ কাটার মতো কাজ করতে চাই। পরমব্রতর এই কথার মান যেন আমি রাখতে পারি, এমন এমন সব কাজ করব। তাঁর কথাগুলো আমাকে ভাবিয়েছে।’

আরও পড়ুন: সত্যিই কি ২৪তম বিসিএসে প্রথম হয়েছিলেন তাহসান?

এ সময় অভিনেত্রী বলেন, ‘প্রথমে তো মুগ্ধ হয়ে কতক্ষণ শুনছি। দু–তিনবার টেনে টেনে শুনেছি। পরে ভেবেছি, মানুষকে নানাভাবে আমরা অপমান–অপদস্থ করতে পারি। প্রশংসা নাই–ই করতে পারি। কিন্তু এসবের কারণে দিন শেষে মানুষটার যে চেষ্টা, এসবও একসময় ডাউন হয়ে যায়। পরমব্রত কিন্তু ভালো অভিনয় করেন। ভালো এই, ভালো সেই, দেখতে সুন্দর—এসব বলতে পারত। তিনি কী বলেছেন, পাওয়ার হাউস অব ট্যালেন্ট...। এই লাইনের গভীরতা হজম করতে আমার এত বেশি সময় লাগছে যে বলে বোঝাতে পারব না। তাই আমি বারবার টেনে টেনে দেখছি। মানুষকে কীভাবে প্রশংসা করতে হয়, সেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে শিখিইনি।’

আরও পড়ুন: আবেদ আলীকে নিয়ে যা লিখলেন শামীম হাসান

এ সময় পরমব্রতের সঙ্গে আকজের ইচ্ছা প্রকাশ করে পরীমণি বলেন, ‘ইশ্‌, পরমের সঙ্গে কবে যে পরীর একটা কাজ হবে...। কি, দারুণ মিলবে না, পরম আর পরী...।’

সম্প্রতি নিজের ছবির প্রচারে বাংলাদেশে এসেছিলেন পরমব্রত। সেসময় পরীমণিকে প্রশংসায় ভাসান তিনি। তার কথায়, ‘পরীমণিকে আমার মনে হয় ‘পাওয়ার হাউস অব ট্যালেন্ট’। তাঁকে যদি আরও একটু ভালোভাবে ব্যবহার করা যায়, তবে তিনিও খুব ভালো করবেন। তাঁর যেটুকু কাজ দেখেছি, আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে।’