বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ঢাকা

আবেদ আলীকে নিয়ে যা লিখলেন শামীম হাসান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

আবেদ আলীকে নিয়ে যা লিখলেন শামীম হাসান

বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্নফাঁস করে আসছে— সম্প্রতি সংবাদটি প্রকাশের পর আলোচনায় আসেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী। তাকে নিয়ে কথা বলছেন সব শ্রেণির মানুষ। অভিনেতা শামীম হাসান সরকারও রয়েছেন এ তালিকায়। 

নিজের ফেসবুকে আবেদ আলীকে নিয়ে শামীম লিখেছেন, ‘ভালোই লাগল আপনার ঈমান দেখে। বাসে, কারে, প্লেনে, ঘরে, বাইরে, মাঠে, ময়দানে, সমুদ্র, সৈকতে আপনি সিজদাহরত। আর আপনার ছেলের দায়িত্ব ছবিগুলো ফেসবুকে আপলোড দেওয়া, সুন্দর সুন্দর নীতিবাক্যসহ ।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: সত্যিই কি ২৪তম বিসিএসে প্রথম হয়েছিলেন তাহসান?
আরও পড়ুন: বিজ্ঞাপনে দিনার-বিজরী

তিনি আরও লিখেছেন, ‘সকাল থেকে রাত, আপনার ছবি দেখেই কুপোকাত। রাতে হয়তো খোয়াব দেখতে হবে আপনার সঙ্গে করছি বাত। দেখা হলে একটাই জিজ্ঞাসা ছিল আপনার কাছে, দেশের তো মারা সারা। কবরে টাকা নিতে পেরেছে কারা?’

এদিকে সংগীতশিল্পী তাহসান খানের মা ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালীন তারও গাড়িচালক ছিলেন এই আবেদ আলী। ড. জিনাতুন নেসার সময়ও হয়েছিল প্রশ্ন ফাঁস কাণ্ড। ফলে তাহসানের মায়ের নামও উঠে আসছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর