বিনোদন ডেস্ক
২৭ জুন ২০২৪, ১১:৪৪ এএম
সঙ্গদোষে নানা ধরনের বাজে অভ্যাস পেয়ে বসে মানুষজনকে। বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে পেয়ে বসেছিল গাঁজা সেবনের অভ্যাস। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন অভিনেতা।
সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে ছিলেন নওয়াজ। সেখানে তাকে প্রশ্ন করা হয়, পূর্বে তার গাঁজা সেবনের অভ্যাস ছিল কি না? অকপটে স্বীকার করন নওয়াজ। জানান, তিনি গাঁজা সেবন করতেন। সঙ্গ দোষে এ ধরনের ধূমপানে আসক্ত ছিলেন। পরে বুঝতে পারেন, তার অভ্যাসটা ভুল ছিল।
ওই পডকাস্টে ধর্ম নিয়েও কথা বলেছেন নওয়াজ। তার কথায়, ‘সমাজের বাকি অংশের বলিউড থেকে শেখা উচিত সব ধর্মকে কীভাবে সম্মান করতে হবে... আপনারা কি জানেন যে অনুপম খের অভিনয়ের ক্ষেত্রে নাসিরুদ্দিন শাহকে অনেক সম্মান করেন?’
আরও পড়ুন: লিভ ইন করছেন বিজয়-তৃষা!
আরও পড়ুন: অর্জুনের জন্মদিনের পার্টিতেও নেই মালাইকা, তবে কি ভেঙেই গেল সম্পর্ক
তিনি আরও বলেন, ‘আমি এই শিল্পের একটি অংশ, আর আমার দেশ কত সুন্দর। আমি এখানে যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, অন্য কোথাও পাব না। এখানে প্রত্যেকে নিজস্ব পটভূমিকা নির্বিশেষে আমার প্রতি যে ভালোবাসা দেখায় তার কারণে আমি সাধারণ মানুষের মধ্যে থাকতে পেরে আনন্দিত। আপনি বিশ্বের আর কোথাও এটা দেখতে পাবেন না। আমি আমাদের দেশের অভ্যন্তরে ঘুরে বেড়িয়ে দেখেছি আমাদের দেশের মানুষ কত সুন্দর, ওরা নির্দোষ।’
এদিকে ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে নওয়াজ অভিনীত 'হাদ্দি'। খুব তাড়াতাড়ি তাকে 'রাউতু কা রাজ' দেখা যাবে । শুরু থেকে স্রোতের জোয়ারে গা না ভাসিয়ে কাজ করছেন নওয়াজ। এই বৈশিষ্ট্যই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে।