images

বিনোদন

রেশন দুর্নীতিকাণ্ড নিয়ে যা বললেন ঋতুপর্ণা 

বিনোদন ডেস্ক

৩০ মে ২০২৪, ০২:৪৮ পিএম

এর আগে টলিউডের একাধিক তারকার নাম জড়িয়েছে দুর্নীতির সঙ্গে। এবার তালিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। এরইমধ্যে অভিনেত্রীকে ডেকে পাঠিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

আরও পড়ুন: রেশন দুর্নীতিতে ঋতুপর্ণার নাম, ডাক পাঠাল ইডি

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান-সহ শাসকদলের কয়েক জন নেতা ও তাদের ঘনিষ্ঠরা। একই কাণ্ডে ঋতুপর্ণার নাম আসায় যারপরনাই অবাক অনেকে।

rituporna-20220319112714

আজ বৃহস্পতিবার ইডির কার্যালয় থেকে ডাক দেওয়া হয়েছে তাকে। হাজির থাকতে বলা হয়েছে আগামি ৫ জুন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনও চিঠি আসেনি।’’

বিষয়টি অপমানজনক উল্লেখ করে নায়িকা আরও বলেন, ‘‘সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হলো। একজন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তার সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়!”

ঋতুপর্ণা নিশ্চিত, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু ইডির ডাকে যাবেন কি? প্রশ্ন শুনে বললেন, ‘‘আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব।’’

rituporna-20230814152432_20240213_122822541

বলে রাখলে ক্ষতি নেই, অবশ্য দুর্নীতিকাণ্ডে ঋতুপর্ণার নাম নতুন উঠল না। এর আগে ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তাকে। একই অভিযোগে সেসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও ডেকে পাঠিয়েছিল ইডি।