শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পুত্রবধূ ঐশ্বরিয়াকে অপমান করলেন অমিতাভ বচ্চন! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৪, ১১:৫০ এএম

শেয়ার করুন:

পুত্রবধূ ঐশ্বরিয়াকে অপমান করলেন অমিতাভ বচ্চন! 

অনেকদিন ধরে শোনা যাচ্ছে সংসার জীবনে ভালো নেই ঐশ্বরিয়া রাই বচ্চন। এর পেছনে হাত রয়েছে শাশুড়ি জয়া বচ্চনের। তিনি নাকি জীবন নাকাল করে দিয়েছেন সাবেক বিশ্ব সুন্দরীর। এবার তাতে যোগ হলো শ্বশুর অমিতাভ বচ্চনের নাম। নেটিজেনদের দাবি, বিগ-বি অপমান করেছেন পুত্রবধূকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আরও পড়ুন: প্রকাশ্যে আমির খানের ছেলের প্রথম ছবির পোস্টার

বলিউডের জনপ্রিয় গান ‘কাজরা রে কাজরা রে’র তালে মাথা দোলাননি এমন লোক কম আছেন। এ গানে একসঙ্গে নেচেছিলেন অমিতাভ-অভিষেক-ঐশ্বরিয়া। সম্প্রতি গানটি শেয়ার করা হয় অভিষেকের এক্স হ্যান্ডেল থেকে। 

100546100

সেটি পুনরায় শেয়ার করে সিনিয়র বচ্চন লেখেন, ‘গানটি এত জনপ্রিয় হয়ে উঠেছে যে এটি এখনও মনোযোগ, ভালবাসা পায়। এই গানের সেরা মুহূর্ত আমার কাছে ভাইয়ু, যখন আমি আর তুমি এটা মঞ্চে লাইভ পারফর্ম করেছিলাম।’

এতে চটেছেন নেটাগরিকরা। কেননা অভিষেককে আনলেও ঐশ্বরিয়াকে কোনো কৃতিত্ব দেননি বিগ-বি। যা নীতি পুলিশদের মতে ঐশ্বরিয়ার জন্য অপমানজনক। সেটি উল্লেখ করে একজন লিখেছেন, ‘বলতে খারাপ লাগছে, আপনি আর অভিষেক ছিলেন এই গানে শুধুই সাপোর্টিং অ্যাক্টর। আসল আকর্ষণ ছিল ঐশ্বরিয়াই।’ 


বিজ্ঞাপন


আরেকজনের কথায়, ‘তবে এর জনপ্রিয়তার কৃতিত্ব আপনার নয়, ঐশ্বরিয়ার। কারণ আমি বিশ্বাস করি যে আপনি যদি একা সেখানে থাকতেন তবে এটি এত জনপ্রিয় হতো না। ঐশ্বরিয়ার কারণে এটি সবচেয়ে জনপ্রিয় হয়েছিল।’ 

Abhishek_Bachchan_Amitabh_Bachchan_Aishwarya_Rai_Bachchan_Covid-19_positive

আরেকজন কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিষেককেও। লিখেছেন, ‘এই গানটিতে ঐশ্বরিয়াও ছিলেন। এমনকি জুনিয়রবাচ্চন-ও ভুলে গেলেন তাকে ট্যাগ করতে। আপনি, আপনার পরিবার তাকে কীভাবে সরিয়ে রাখছেন, তা দেখে দুঃখ হয়। তিনি এত প্রতিভাবান।’

এদিকে সম্প্রতি ঐশ্বরিয়া ঘুরে এসেছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব থেকে। এবার তার উপস্থিতি ছিল একটু ভিন্নরকম। কেননা ভাঙা হাতে সেখানে হাজির হয়েছিলেন তিনি। তাতে সুন্দরীর রূপের জেল্লা একটুও কমেনি। রীতিমতো দ্যুতি ছড়িয়েছেন কানের লাল গালিচায়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর