images

বিনোদন

‘ন্যাড়া’ হয়ে পর্দায় আসতে ট্রলের ভয় করেনি রুক্মিণীর? 

বিনোদন ডেস্ক

২৯ মে ২০২৪, ০১:৩৩ পিএম

আজকাল পান থেকে চুন খসতেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয় তারকাদের। তাই তারাও ভেবে চিনতে পা ফেলেন। চলাফেরা করেন হিসাব করে। ঠিক তখন বেহিসেবি রুক্মিণী মৈত্র। ট্রলকে পাত্তা না দিয়ে ক্যামেরায় দাঁড়ালেন ন্যাড়া হয়ে। তবে কি নেটাগরিকদের কটাক্ষকে ভয় পাননি? সে উত্তর দিলেন ভারতীয় সংবাদমাধ্যমকে। 

ন্যাড়া মাথায় অভিনেত্রীকে দেখার পর কিরকম প্রতিক্রিয়া পেলেন? জানতে চাইলে রুক্মিণী বলেন, ‘‘খুব ভালো। অনেকেই প্রশংসা করেছেন। এমনকি, মুম্বইয়েও আমার লুক নিয়ে আলোচনা হয়েছে। আসলে এই প্রথম আমার কোনো লুক নিয়ে এতটা চর্চা হলো।’’ 

আরও পড়ুন: মান্নার সেই কথাটি শোনা গেল জিতের মুখেও

রুক্মিণী টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী। অনেকেই হয়তো এই ধরনের লুকে অভিনয় করতে রাজি হতেন না। প্রস্তাব আসার পর তার মনের মধ্যে কী চলছিল? রুক্মিণী বললেন, ‘‘মানুষ ভালো বলবেন, না কি খারাপ, আমি সে সব কিছুই ভাবিনি। আমার কাজটা করে ভাল লাগছে কি না, সেটাই বেশি করে মাথায় কাজ করছিল।’’

তবে কি ট্রলকে ভয় করেননি? জবাবে দেবের প্রেমিকা বলেন, ‘‘লোকে কী ভাববে, সেটা ভেবে জীবন যাপন করলে তখন তা আর নিজের জীবন থাকে না! সেটা করলে আমার জীবনের রিমোটটা তখন তাঁদের হাতে থাকবে। আর আমি সত্যিই রোবট হয়ে যাব।’’

আরও পড়ুন: এইচআইভিতে আক্রান্ত রাখি— গুঞ্জন চাউর

মুক্তির অপেক্ষায় রয়েছে জিতের সিনেমা ‘বুমেরাং’। এরইমধ্যে প্রকাশ্যে এসে ছবির ট্রেলার। এতে জিতের বিপরীতে আছেন রুক্মিণী মৈত্র। দ্বৈত চরিত্রে তিনি। সেখানেই ন্যাড়া মাথায় দেখা গেছে তাকে।