‘চলচ্চিত্রাঙ্গনে কেউ কারও বন্ধু না। এখানে প্রদর্শিত আন্তরিকতা বা হাসি-আনন্দ সব মেকি।’ এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছিলেন সুপারস্টার মান্না। মন্তব্যটি ঢালিউডের প্রতিটি ব্যক্তির কাছে অমোঘ বাণী হিসেবে ধরা দিয়েছে। মাঝে মাঝেই তাদের আওড়াতে শোনা যায়। এবার মান্নার এই কথাটি শোনা গেল টলিউড সুপারস্টার জিতের কণ্ঠে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে মান্নার সুরেই জিৎ বলেন, ‘ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে বন্ধু মনে করে না। আর মনে করলেও কেউ অন্যক কতটা মানে তা নিয়ে আমার সন্দেহ আছে। সেখানে রুক্মিণীর সঙ্গে আমার বন্ধুত্ব সত্যিই মৌলিক। আশা করি, আমাদের বন্ধুত্ব আগামী দিনেও একই ভাবে অটুট থাকবে।’
বিজ্ঞাপন
মুক্তির অপেক্ষায় রয়েছে জিতের সিনেমা ‘বুমেরাং’। গতকাল প্রকাশ্যে এসে ছবির ট্রেলার। এতে জিতের বিপরীতে আছেন রুক্মিণী মৈত্র। দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে জিৎকে বন্ধু সম্বোধন করেন রুক্মিণী। এরপর-ই ঢালিউড সুপারস্টারের সুরে কথাগুলো বলেন টলিউড সুপারস্টার।
অপি করিমের উপস্থাপনায় টেলিভিশনে দেওয়া সেই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে চলচ্চিত্রাঙ্গনকে স্বার্থপর দাবি করে মান্না বলেছিলেন, ‘পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর জায়গা বলে যদি কিছু থাকে তবে তা চলচ্চিত্রাঙ্গন। এখানে আমরা সবাই কমার্শিয়াল। হৃদয়, প্রেম, ভালোবাসা বন্ধুত্ব সব মেকি এখানে।’
এরপর বন্ধুত্ব নিয়ে এই অভিনেতা বলেছিলেন, ‘ফিল্মে বন্ধুত্বের কোনো মূল্য নেই। আমার কোনো বন্ধু নেই এখানে। চলচ্চিত্রের কেউ যদি বুকে হাত দিয়ে বলেন, আমরা সবাই এক পরিবার তবে সেটা হবে সবচেয়ে বড় মিথ্যা। কারণ এখানে সবাই স্বার্থ নিয়ে চলেন।’