images

বিনোদন

‘শাকিবিয়ান না হয়েও শাকিবভক্ত হয়ে গেলাম’

বিনোদন ডেস্ক

২৮ মে ২০২৪, ০৭:০৩ পিএম

নির্মাতা রায়হান রাফীর ঘোষণার পর থেকেই শাকিবিয়ানদের পাখির চোখ ছিল ঘড়ির দিকে। মনে মনে আওড়াচ্ছিলেন— কখন বাজে সাড়ে পাঁচটা, কখন বাজে সাড়ে পাঁচটা। কেননা আজ মঙ্গলবার ঠিক সড়ে পাঁচটায় প্রকাশের কথা ‘তুফান’ সিনেমার গান ‘লাগে উরাধুরা’। 

আরও পড়ুন: রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান শাবনূরের

ঘড়ির কাটায় সাড়ে পাঁচের ঘরে পা রাখতেই অপেক্ষার অবসান ঘটে। ইউটিউবে উন্মুক্ত হয় কিং খানের মুক্তি প্রতীক্ষিত সিনেমার প্রথম গান। ২ মিনিট ৪৫ সেকেন্ডের পুরো সময় উপভোগ্য ছিল। অর্ধেক বয়স কমিয়ে ফেলা শাকিবের সঙ্গে মিমির রসায়ন ছিল জমজমাট। তাতে উপযুক্ত রসদ জুগিয়েছে গানের কথা। সব মিলিয়ে বলতে হয়, নাচে গানে জমজমাট ‘লাগে উরাধুরা’। 

445378680_354092110647072_4976540486974109906_n_(1)

রীতিমতো প্রশংসায় ভাসাচ্ছেন শাকিবিয়ানরা। একজন লিখেছেন, তুফানের ঝড়ে কাঁপবে দুই বাংলা। অন্য একজন লখেছেন, এই গান নেট দুনিয়ায় আগুন লাগিয়ে দেবে।

‘লাগে উরাধুরা’ শুধু শাকিবিয়ানদের-ই মন জয় করেনি। অন্যদেরও মন ভুলিয়েছে। তেমনটা প্রকাশ পেয়েছে একজনের মন্তব্যে। তিনি লিখেছেন, শাকিবিয়ান না হয়েও এই মুভির জন্যই শাকিবভক্ত হয়ে গেলাম।

আরও পড়ুন: খুশির দিনে প্রাণ কাঁদছে শাকিবের

এদিকে গানে দেখা গেছে নির্মাতা রায়হান রাফীকেও। সবশেষে আসেন তিনি। ‘কাট’ বলতেই শেষ হয় গান। ঢালিউডের কোনো গানে নির্মাতার এমন উপস্থিতি যেন এই প্রথম। রাফীর ভূমিকা মনে করিয়ে দেয় তিনিই ক্যাপ্টেন। গানের সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। কণ্ঠে তুলেছেন অন্তরা রায়। কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন।

rafii

নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা যাবে ‘তুফান’-এ। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন টলিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুঞ্জন রয়েছে এতে খল চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত। ক্যামিও চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। 

দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসভিএফ। তুফাম পরিচালনা করবেন রায়হান রাফী। কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।