আজ ২৮ মে দিনটি উৎসব হিসেবে ধরা দিয়েছে শাকিবিয়ানদের কাছে। কেননা এদিন ঢালিউডে আড়াই দশক পূর্ণ হলো মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের। দেশ-বিদেশে রজত জয়ন্তী পালনে ব্যস্ত ভক্তরা। তবে সেদিকে মন নেই কিং খানের।
কেননা গতকাল সোমবার বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ব্যাপকভাবে ক্ষতিগ্রেস্ত হয়েছে দেশের উপকূলীয় জেলাগুলো। কারও ঘর উড়ে গেছে, কারও ডুবেছে ফসল। বিপন্নপ্রায় জনজীবন। বিষয়টি নাড়িয়ে দিয়েছে শাকিবকে। কেঁদে উঠেছে তার প্রাণ। রেমালে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষের পাশাপাশি পশুপাখির সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
নিজের ফেসবুকে কিং খান লিখেছেন, প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের উপকূলীয় জেলাগুলোতে প্রাণহানির সঙ্গে সঙ্গে লাখ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। বিপদজনক অবস্থায় কোমলমতি শিশুরা, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় উপকূলবর্তী এলাকায় মানুষ।
এরপর লেখেন, সংকটকালীন এই সময়ে নদী-উপকূল অঞ্চলের মানুষের পাশাপাশি পশুপাখিরাও যাতে ভালো থাকে, এ জন্য সবাইকে সহনশীল আচারণের আহবান জানাই। সবার বিপদমুক্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা।
_20240528_160244021.jpg)
বিজ্ঞাপন
আরও পড়ুন: স্ট্রোক করেছেন অভিনেত্রী সীমানা
ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিবের নতুন সিনেমা ‘তুফান’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবির টিজার ও গানের ঝলক। দর্শক লুফে নিয়েছেন সেসব। নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা যাবে ‘তুফান’-এ। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন টলিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।
দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসভিএফ। তুফাম পরিচালনা করবেন রায়হান রাফী। কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

