বিনোদন ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, ০২:২৪ পিএম
গত মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তথা বিএফডিসিতে রচিত হয় এক কলঙ্কজনক অধ্যায়ের। শিল্পীদের দ্বারা নির্যাতিত হন সাংবাদিকরা। এ ঘটনার নেতৃত্বে ছিলেন ঢালিউডের খল অভিনেতা শিবা শানু।
তিনিই প্রথম চড়াও হন সাংবাদিকদের ওপর। পর্দায় শিবা শানু নামে পরিচিত হলেও তার আসল নাম চৌধুরী মাজহার আলী। ঢালিউডে খল অভিনেতা হিসেবে যাত্রা শুরু হয় তার। শিল্পী সমিতির এই সাধারণ সদস্যকে অশ্লীল সিনেমায় বেশি দেখা গেছে। ফলে বাংলা সিনেমার অন্ধকার সময়ের শিল্পী হিসেবেই বিবেচনা করা হয় তাকে।
আরও পড়ুন: মদ্যপ ছিলেন সাংবাদিকদের ওপর হামলাকারী শিবা শানু
আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলাকারী কে এই তৃতীয় সারির নায়ক জয়
শিবা শানু বর্তমানে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই খল অভিনেতা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে বিষোদগার করে যাচ্ছেন। কিছুদিন আগে একটি মামলায় জেল খাটার পর বর্তমানে জামিনে রয়েছেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে ২০২৪-২৬’র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করে। সমিতির সভাপতি মিশা সওদাগরকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এরপর বাকি সদস্যরা মিশা সওদাগরের নেতৃত্বে শপথ গ্রহণ করেন। এরপরই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার নেতৃত্বে ছিলেন শিবা শানু, জয় চৌধুরীসহ কয়েকজন।