বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাংবাদিকদের ওপর হামলাকারী কে এই তৃতীয় সারির নায়ক জয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

সাংবাদিকদের ওপর হামলাকারী কে এই তৃতীয় শ্রেণির নায়ক জয়

গত মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তথা বিএফডিসিতে রচিত হয় এক কলঙ্কজনক অধ্যায়ের। শিল্পীদের দ্বারা নির্যাতিত হন সাংবাদিকরা। এ ঘটনার নেতৃত্বে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।

জয় চৌধুরী ঢালিউডের তৃতীয় সারির একজন নায়ক। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তবে কোনোটাই দেখেনি সাফল্যের মুখ। ফলে ফ্লপ মাস্টার হিসেবেই পরিচিত তিনি। তবে আজকাল নায়ক তকমা গায়ে চাপালেও একসময় জয় ছিলেন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।


বিজ্ঞাপন


আরও পড়ুন: আহতদের খোঁজ নেয়নি শিল্পী সমিতি, মানববন্ধনে সাংবাদিকরা

তার জন্মস্থান মাগুরায় খোঁজ নিয়ে জানা গেছে, একসময় ছাত্রদলের ক্যাডার ছিলেন জয়। এরপর সরকার পরিবর্তনের পর এলাকা ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি। শুরু করেন সিনেমায় অভিনয়। বাংলা সিনেমার তৃতীয় শ্রেণির এই নায়ক অভিনয়ে সফলতা না পেলেও শিল্পী সমিতির নির্বাচনে পেয়েছেন সফলতা। 

jay

বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিল্পীদের এক ছাতার নিচে আনতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তিনি। চলচ্চিত্রসংশ্লিষ্টদের অনেকেই বলছেন খুব সুচারুভাবেই জয় নিজের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন শিল্পীদের মাঝে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মদ্যপ ছিলেন সাংবাদিকদের ওপর হামলাকারী শিবা শানু

মঙ্গলবার (২৩ এপ্রিল)  বিকেলে ২০২৪-২৬’র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করে। সমিতির সভাপতি মিশা সওদাগরকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এরপর বাকি সদস্যরা মিশা সওদাগরের নেতৃত্বে শপথ গ্রহণ করেন। এরপরই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার নেতৃত্বে ছিলেন জয় চৌধুরী, শিবা শানুসহ কয়েকজন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর