বিনোদন ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ১২:০৭ পিএম
বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের মনমালিন্যের গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। এর জেরে অভিষেকের ঘর ছেড়ে সুন্দরী গিয়ে উঠেছিলেন বাপের বাড়ি। এবার শোনা যাচ্ছে ভারত ছেড়ে চলে যাচ্ছেন এ নায়িকা। থিতু হচ্ছেন দুবাই। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আরও পড়ুন: ব্রাজিলিয়ান সুন্দরীর সঙ্গে প্রেম করছেন শাহরুখপুত্র!
১৫ কোটি রুপিতে দুবাইয়ে বাড়ি কিনেছেন ঐশ্বরিয়া। সেটি মনের মতো করে সাজিয়েছেন। শিগগিরই নাকি ওই উদ্দেশে উড়াল দেবেন। তবে কি দেশ ছেড়ে বিলাসবহুল দুবাইয়ে থিতু হতে যাচ্ছেন সুন্দরী? বিষয়টি নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।
এদিকে বচ্চন পরিবারে অশান্তি এখন কোন অবস্থায় আছে তা নিয়ে কেউ নিশ্চিত নন। কেননা অমিতাভকে প্রো-কবাডি লিগে অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যার পাশে দেখা গেছে। একসঙ্গে হোলিও খেলেছেন ঐশ্বরিয়া-অভিষেকরা।
আরও পড়ুন: বিপদের মুখে স্বস্তিকা, সতর্ক করলেন ভক্তদের
তবে সম্প্রতি নাতনি নভ্যার পডকাস্টে গিয়ে জয়া বচ্চন বলেন, , “ছেলের থেকেও বেশি আমার মেয়ে আমার শক্তি। ও নারী বলেই এমনটা কিনা জানি না। কিন্তু ওই আমার বল।” এতেই আবার বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জন চাউর হয়েছে। তবে এ নিয়ে মুখ খোলেননি অমিতাভ ও অভিষেক।