সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বিপদের মুখে স্বস্তিকা, সতর্ক করলেন ভক্তদের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

বিপদের মুখে স্বস্তিকা, সতর্ক করলেন ভক্তদের 

বরাবরই সোজাসাপটা ভাষায় কথা বলায় স্বত্বিকা মুখোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। নিজের মনোভাব ব্যক্ত করতে কোনোদিন পিছপা হন না তিনি। তা যে বিষয়েই হোক। তাকি অনেকেই তাকে দেখে বিপদের আগাম সংকেত ভাবেন। এবার এই ঠোঁটকাটা অভিনেত্রী নিজেই হয়েছে বিপদের সম্মুখীন। সতর্ক করলেন ভক্তদের। 

স্বস্তিকার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়েছে। এ নিয়ে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, বুধবার ‘‘আমার ফেসবুক পেজ হ্যাক্‌ড হয়েছে। আমার টিম এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে। যদি কোনও অপমানজনক বা অশ্লীল পোস্ট নজরে পড়ে তা হলে দয়া করে এড়িয়ে যান, এবং জানবেন সেটি আমি করিনি।’’


বিজ্ঞাপন


এ ধরনের ঘটনা অবশ্য নতুন না। এর আগে দেবসহ অনেকে তারাকার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়েছে। অনুসারীদের পড়তে হয়েছে বিভ্রান্তিতে।

স্বস্তিকা টলিউড ছাড়িয়ে বলিউডেও নিজেকে প্রমাণ করেছেন। তার নতুন হিন্দি ছবি ‘লভ সেক্স অউর ধোঁকা ২’-এর টিজ়ারে এক ঝলক দেখা গিয়েছে অভিনেত্রীকে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর