images

বিনোদন

অজগর পুষছেন মিথিলার স্বামী সৃজিত 

বিনোদন ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৩ এএম

বিড়াল, কুকুর, ময়না, টিয়া অনেকেই পুষে থাকেন। হরহামেশা এমন দেখা যায়। কিন্তু সাপ পোষার খবর সচরাচর শোনা যায় না। সেটি আবার যদি হয় অজগর তাহলে চোখ কপালে ওঠার কথা বৈকি। এরকম কাজই করছেন টলিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। অজগর পুষছেন তিনি। সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছেন খবরটি। 

কলম্বিয়া থেকে পোষ্য পাইথনকে নিজের বাড়িতে এনেছেন সৃজিত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে নিজেই পরিবারের নতুন সদস্যটির খবর দিলেন পরিচালক। তারপর থেকেই শোরগোল।

আরও পড়ুন: দুই মাসের মধ্যে বিচ্ছেদ হচ্ছে সৃজিত-মিথিলার!

আরও পড়ুন: তবে কি সংসার ভাঙছে সৃজিত-মিথিলার?

ফেসবুক পোস্টে তিনি যদিও পোষ্যের নাম প্রকাশ্যে এনেছেন। সাধ করে পাইথনের নাম রেখেছেন উলুপী। যে শব্দ হিন্দু পুরাণে নাগকন্যার পরিচয়। সাপের নামও সেই অনুসারেই রেখেছেন। সৃজিত লিখেছেন, ‘বাড়িতে তোমাকে স্বাগত উলুপী। আমাদের জীবন চিরতরে বদলে গেল।’

সৃজিতের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি দশম অবতার। বেশ প্রশংসিত হয়েছে এ ছবি। এতে অভিনয় করেছেন জয়া আহসান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।