images

বিনোদন

টেইলর সুইফটের আপত্তিকর ভিডিও ফাঁস!

বিনোদন ডেস্ক

২৮ জানুয়ারি ২০২৪, ১২:২৮ পিএম

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআইয়ের কারণে সবচেয়ে বিপত্তিতে পড়েছেন বিনোদন অঙ্গনের নারী তারকারা। গত বছর এর মাধ্যমে একাধিক তারকার ভুয়া আপত্তিকর ভিডিও ফাঁস করা হয়। নতুন বছরের শুরুতেই এ পরিস্থিতির মুখে পড়তে হলো মার্কিন পপ তারকা টেইলর সুইফটকে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে ডিপফেক ভিডিও প্রকাশ করা হয়েছে টেইলরের। ‘এক্স’ (টুইটার)-এর পাতায় টেইলরের যে ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়েছে, এরইমধ্যে তা দেখেছে ৪৭ হাজারের বেশি নেটাগরিক। শুধু তাই-ই নয়, ভুয়া আপত্তিককর ভিডিওটি রিপোস্টও করা হয়েছে প্রায় ২৪ হাজার বার। 

আরও পড়ুন: এমটিভি অ্যাওয়ার্ড জিতলেন টেইলর সুইফট

আরও পড়ুন: ভেঙে গেল টেইলর সুইফটের ছয় বছরের সম্পর্ক

ভিডিও ছড়ানোর অভিযোগে সাসপেন্ড করা হয়েছে একাধিক অ্যাকাউন্ট। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কেননা তার আগেই প্রায় ১৭ ঘণ্টা ধরে সমাজমাধ্যমের পাতায় ছিল ওই ডিপফেক ভিডিও। তবে চুপ করে বসে ছিলেন না টেলরের অনুরাগী, তথা ‘সুইফ্‌টি’রাও। যিনি টেইলরের ডিপফেক ছবি প্রথম শেয়ার করেন তাকে খুঁজে করেছেন গায়িকার অনুরাগীরা। অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুইফ্‌টিরা।

গেল বছরের শেষের দিকে বলিউডের একাধিক তারকার ডিপফেক ভিডিও ফাস করা হয়। শুরুটা হয়েছিল রাশমিকা মান্দানাকে দিয়ে। পরে আলিয়া ভাট ও কাজলের ভুয়া আপতিকর ভিডিও এআইয়ের মাধ্যমে বানিয়ে ছড়ানো হয়েছিল।