গান, সিনেমা– দুই মাধ্যমেই দ্যুতি ছড়ান হলিউড তারকা টেইলর সুইফট। সম্প্রতি তার অনুরাগীদের নজর ছিল এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) আসরে। কেননা তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’ -এর জন্য পুরস্কার অর্জন করেছেন তিনি।
পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর থেকেই টেইলর অনুরাগীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পুরস্কারের অর্জনকারীদের তালিকায় নাম ওঠার পর তা বেড়ে যায় কয়েকগুণ।
বিজ্ঞাপন
কেননা বেশ কিছুদিন ধরে সাফল্য নামের সোনার হরিণ এড়িয়ে যাচ্ছিল এ তারকাকে। ২০২০ সালে প্রকাশ করেছিলেন নিজের গানের জোড়া অ্যালবাম। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না। গানগুলো তেমন সাড়া ফেলতে পারেনি। সেকারণেই তার এই পুরষ্কারে অনুরাগীরা এত আনন্দিত।
পুরস্কার বিতরণী আসরে টেইলর এসেছিলেন এক চোখ ধাঁধানো সাজে। গায়ে চাপিয়েছিলেন রূপালি রঙের পোশাক। বোঝা যাচ্ছিল পুরষ্কারের অনুরাগীদের মতো তাকেও ছুয়ে গেছে এই আনন্দ।
পুরস্কার হাতে নিয়ে আরও একটি চমক দিয়েছেন টেইলর। জানিয়েছেন তার নতুন অ্যালবামের কথা। ‘মিডনাইট’ নামের সে অ্যালবামটি প্রকাশ পাবে আসছে ২১ অক্টোবরে। সেখানে মধ্যরাতের সুখ-দুঃখের গল্প গানে গানে বলবেন টেইলর।
আরআর

