বিনোদন প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৪, ০২:১৭ এএম
ভারত সরকারের সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী পেলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ২০২৪ সালের পদ্মশ্রী সম্মাননার জন্য তার নাম ঘোষণা করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে এ পুরস্কার দিয়ে থাকে ভারত সরকার। পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী—এই তিন ক্যাটাগরিতে এ বছর ১৩২ জনকে সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি ভবনে আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্মাননা স্মারক তুলে দেওয়ার কথা রয়েছে।
গেল কয়েক বছর ধরে পদ্মশ্রী সম্মাননার তালিকায় বাংলাদেশের বিশিষ্টজনদের অন্তর্ভুক্ত করা হয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
আরও পড়ুন: আমার বিয়ের ম্যাচিউরিটি আসে নাই: জায়েদ খান
রেজওয়ানা চৌধুরী বন্যার জন্ম পটুয়াখালী জেলায়। তিনি ছায়ানট এবং ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। তিনি বুলবুল ললিতকলা একাডেমিতেও ভর্তি হয়েছিলেন। তার কণ্ঠে এ পর্যন্ত বহু অ্যালবাম প্রকাশ হয়েছে। এর মধ্যে রয়েছে- ‘স্বপ্নের আবেশে’, ‘সকাল সাঁঝে’, ‘এলাম নতুন দেশে’, ‘ভোরের আকাশে’, ‘লাগুক হাওয়া’, ‘মাটির ডাক’, ‘মোর দরদিয়া’, ‘আপন পানে চাহি’, ‘প্রাণ খোলা গান’, ‘শ্রাবণ তুমি’, ‘ছিন্নপত্র’ ও ‘গেঁথেছিনু অঞ্জলি’ ইত্যাদি। রেজওয়ানা চৌধুরী ‘সুরের ধারা’ নামের একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানও চালু করেন।
আরও পড়ুন: ৯৬তম অস্কারে কারা পেলেন মনোনয়ন?
সঙ্গীতে অসামান্য অবদান রাখায় ২০১৬ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক লাভ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়া তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দ সঙ্গীত পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন। ভারতেও তিনি বেশ কিছু পদক পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বঙ্গভূষণ।
১৯৫০ সালে ২৬ জানুয়ারি সংবিধান প্রণিত হওয়ার দিন থেকে দেশটি ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশটি রাষ্ট্রীয় সবোর্চ্চ স্বীকৃতি দিয়ে আসছে।