images

বিনোদন

জায়েদের ডিগবাজিকে ‘বাদুড় নাচ’ বললেন সোহেল রানা 

বিনোদন ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৩, ১২:২৬ পিএম

সামাজিক মাধ্যমে আলোচিত নাম জায়েদ খান। যেখানে যান সেখানেই তাকে ঘিরে ধরে উৎসুক জনতা। তিনিও আলোচনার এই রেশ ধরে রাখতে প্রতিনিয়ত নতুন কোনো পদ্ধতি অবলম্বন করেন। এতদিন নিজের পোশাক ও নারী সম্পর্কিত কথাবার্তা বললেও আজকাল দিচ্ছেন ডিগবাজি। সেটিও হয়েছে ভাইরাল। তবে জায়েদের এই ডিগবাজিকে বাদুড় নাচ মনে করছেন জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানা।

আরও পড়ুন: টেনশনমুক্ত মাহি বললেন- ‘ইনশাআল্লাহ জিতব’

তিনি বলেন, ‘জায়েদ খানকে নিয়ে এখন আর কথা বলতে চাই না। কারণ এখন সে আর এটার উপযুক্ত না। আমি তাকে নিয়ে যা বলতাম এখন আর সে উপযুক্ততায় নেই। তাকে নিয়ে কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না।’

আরও পড়ুন: জীবন হয়তো পরীক্ষা নিচ্ছে, বললেন পরীমণি

এই নায়ক আরও বলেন, ‘ও (জায়েদ খান) যে বিভিন্ন সময় বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছে, এটাতে আমাদের অনেক খারাপ লাগে। কখনও ওর সঙ্গে দেখা হলে আমি বলব, তুমি এটা আর বলো না। আজ থেকে ৫৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে মাস্টার্স করে বের হয়েছি আমি। আমরা যখন ঢাবি থেকে বের হতাম তখন আমাদের সবাই সম্মান করত। আর তুমি (জায়েদ খান) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মেয়েদের সামনে ডিগবাজি মারছো। নাচ করলে গোবিন্দার মতো নাচো, আমি তোমাকে অনার করব; কিন্তু এটা তুমি কী করছো?’

জায়েদের ডিগবাজিকে বাদুড় নাচ মনে করেন সোহেল রানা। তিনি বলেন, ‘এগুলো তো ডিগবাজি না। ডিগবাজি এ রকম হয় না। তুমি যেটা করছ, সেটা হলো বাদুড় নাচ।’