images

বিনোদন

‘অ্যানিমেল’ ছবিতে মাথায় মদের গ্লাস নিয়ে নাচ, যা বললেন ববি 

বিনোদন ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ এএম

বলিউড থেকে ছিটকে গিয়েছিলেন ববি দেওল। ওই সময়টায় ডুবেছিলেন হতাশায়। ‘অ্যানিমেল’ দিয়ে লিখেছেন ফেরার গল্প। সফল হয়েছেন। পর্দায় অল্প সময় পেলেও অভিনয়ে রাম টক্কর দিয়েছেন রণবীর কাপুরের সঙ্গে।

ছবিতে ‘জামাল কুডু’ গানের দৃশ্যে মাথায় মদের গ্লাস নিয়ে নাচতে দেখা গেছে ববিকে। সামাজিক মাধ্যমে বেশ চর্চিত হচ্ছে দৃশ্যটি। এরইমধ্যে তৈরি হয়েছে কয়েক হাজার রিলস। এবার ওই দৃশ্য নিয়ে কথা বললেন ববি।

আরও পড়ুন: ‘অ্যানিমেল’ বিতর্কে মুখ খুললেন ববি দেওল

ভারতীয় সংবাদমাধ্যমকে ববি বলেন, ‘সন্দীপ আমাকে আগেই শুনিয়েছিল গানটা। ওর সংগীতের প্রতি বারবরই ঝোঁক আছে। আসলে সিনেমা তৈরির প্রতিটা পর্যায়ের প্রতিই ওর সেন্স দুর্দান্ত। এই গানটা ও কোথাও থেকে একটা খুঁজে পেয়েছিল আর আমাকে বলেছিল তোমার এন্ট্রিতে এটাই বাজাব।’

তিনি আরও বলেন,‘এরপর যখন শুটিং শুরু করলাম, কোরিওগ্রাফার আমাকে বলল, তুমি শুরু করো? আমি বললাম, কী করব? যাতে সন্দীপ আমাকে বলে, এমনভাবে নাচ করতে যাতে কোনওভাবেই তাতে ববি ফ্লেভার না আসে। আমি তো বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। তারপর মাথায় এলো ছোটবেলায় যখন পরিবারের সঙ্গে পঞ্জাবে যেতাম, তখন মদ্যপ অবস্থায় এভাবেই মাথায় গ্লাস নিয়ে নাচতাম। আমি এখনও বুঝতে পারি না কেন আমরা এরকম করতাম। তবে এটা সন্দীপকে করে দেখাতেই, ওর মনে ধরে গেল।’

আরও পড়ুন: আলিয়া আমার প্রথম স্ত্রী নয়: রণবীর কাপুর 

মুক্তির পর থেকে সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে ‘অ্যানিমেল’ । এরইমধ্যে পেছনে ফেলেছে একাধিক ছবিকে। ভেঙেছে একের পর এক রেকর্ড। ২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। ববি দেওল ছাড়াও অভিনয় করেছেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, অনিল কাপুর, তৃপ্তি দিমরিসহ আরও অনেকে।