বিনোদন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৩, ১২:১০ পিএম
বলিউডের ‘সেক্স সিম্বল’ হয়ে উঠেছিলেন তনুশ্রী দত্ত। ইমরান হাশমির সঙ্গে আইকনিক ‘আশিক বনায়া আপনে’ গানটিতে তার অভিনয় দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। ছবিতে ইমরানের সঙ্গে তার চুম্বন দৃশ্যের কথা আজও ভুলতে পারেনি কেউ। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তনু। জানিয়েছেন ইমরানের সবগে চুমুর দৃশ্য স্বস্তিদায়ক ছিল না।
আরও পড়ুন: কেন বলিউড থেকে হারিয়ে গেলেন তনুশ্রী দত্ত
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, ‘‘ইমরান আমার জন্য শুধুই একজন সহ-অভিনেতা। আমি ওর সঙ্গে তিনটি সিনেমা করেছি। ‘চকলেট’ সিনেমায়ও একটি চুম্বন দৃশ্য শুট করা হয়েছিল। সেটা যদিও পরে ব্যবহার করা হয়নি। প্রথম ছবিতে ওর সঙ্গে চুমুর দৃশ্য একেবারেই স্বস্তিদায়ক ছিল না। পরে অস্বস্তি আরও বাড়ে। আমাদের পর্দার বাইরে আসলে কোনো রসায়নই নেই। ওর একটা ‘কিসার বয়’ ভাবমূর্তি রয়েছে ঠিকই। কিন্তু চুমুর ক্ষেত্রে ও খুব একটা আরামদায়ক নয়, আমিও নই।’’
আরও পড়ুন: আমার কিছু হলে দায়ী থাকবেন নানা পাটেকার: তনুশ্রী দত্ত
তনুশ্রীর শুরুটা হয় ‘আশিক বানায়া আপনে’ ছবির মাধ্যমে। এতে ইমরান হাশমির সঙ্গে টাইটেল গানে তার চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্য আজও দর্শকের চোখে লেগে আছে। ছবিটি দিয়ে জনপ্রিয়তাও পেয়েছিলেন তনুশ্রী। কিন্তু পরের ছবিগুলোতে নিজেকে প্রমাণ করতে না পারায় হারিয়ে যেতেও সময় লাগেনি তার।