images

বিনোদন

ফের আরাভের দোকান উদ্বোধন করতে দুবাইয়ে হিরো আলম 

বিনোদন ডেস্ক

২২ নভেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম

স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের দোকান উদ্বোধন করতে গিয়ে এর আগে সমালোচনার শিকার হয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহের তালিকায়ও পড়েছিলেন। এবার ফের আরাভের দোকান উদ্বোধন করতে দুবাই গেলেন তিনি।

সামাজিক মাধ্যমে এ খবর হিরো আলম নিজেই জানিয়েছেন। নিজের ফেসবুকে আরাভের সঙ্গে একটি ভিডিও দিয়েছেন আলম। সেখানে ক্যাপশনে লিখেছেন, নভেম্বরের ২৬ তারিখ আরাভ খান মোবাইল পয়েন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমি থাকছি হিরো আলম। ঠিকানা সাবকা বাসস্ট্যান্ডের অপজিটে আরবাজ সেন্টারে দেরা দুবাই।

আরও আলম: এবার দলের টিকিটে নির্বাচন করবেন হিরো আলম 

এর আগে গত ১৪ মার্চ আরাভের স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়েছিলেন হিরো আলম। সঙ্গে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসানও। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। কেননা আরাভের নামে বাংলাদেশে রয়েছে খুনের মামলা। পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার অন্যতম আসামি আরাভ খান। তার আসল নাম রবিউল ইসলাম মোল্লা।

আরও আলম: ডিবি কার্যালয়ে হিরো আলম 

সেসময় দেশে ফেরার পর গোয়েন্দা পুলিশের মুখোমুখি হতে হয়েছিল আলমকে। ডিবি কার্যালয় থেকে বেরিয়ে এই কনটেন্ট ক্রিয়েটর গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন আরাভ খানকে ধরতে তথ্য দিয়ে সাহায্য করবেন তিনি।

আলম বলেছিলেন, আমি আরাভের দাওয়াতেই দুবাই গিয়েছিলাম। তদন্তের স্বার্থে আরাভের বিষয়ে কিছু জানতে চাইলে আমি সহযোগিতা করব। তারা আমাকে ডাকলে আমি আসব। সে যদি আসামি হয়ে থাকে তাহলে তাকে ধরতে সহযোগিতা করা নাগরিক হিসেবে আমার দায়িত্ব। আরাভ ইস্যুতে কোনো তথ্য বা সহযোগিতা লাগলে আমি করব। আরাভের বিষয়টি যেহেতু তারা তদন্ত করছেন। যেকোনো প্রয়োজনে তথ্য লাগলে আমি তাদের দেব।