রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবার দলের টিকিটে নির্বাচন করবেন হিরো আলম 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

এবার দলের টিকিটে নির্বাচন করবেন হিরো আলম 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হবেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।

এবার কোনো একটি রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে প্রার্থী হবেন হিরো আলম। এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো একটি রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে প্রার্থী হব। বগুড়া-৪ বা বগুড়া-৫ থেকে দাঁড়াব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এলাকার মানুষ আমাকে চায়। তাদের কথা ভেবেই নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’


বিজ্ঞাপন


তবে কোন দলের হয়ে নির্বাচন করবেন, সে বিষয়ে কিছু জানাননি আলম। তিনি বলেন, ‘এখনই এটা বলতে চাইছি না। কয়েকটি রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। আলোচনা চলছে। এখনও দল চূড়ান্ত হয়নি। পরে জানতে পারবেন।’

এদিকে এর আগে নির্বাচনে প্রার্থী হয়ে হামলার শিকার হয়েছিলেন আলম। তবে এবার পেয়েছেন নিরাপত্তার আশ্বাস। তিনি বলেন, ‘আমি ডিবিপ্রধান হারুন স্যারের সঙ্গে কয়েকদিন আগে দেখা করেছি। তিনি আমাকে সব ধরনের নিরাপত্তা দেবেন বলে আশ্বস্ত করেছেন। আমার দিকে বিশেষ নজর রাখতে বগুড়ার ডিসি-এসপিকে বলে দেবেন।’

আজকাল প্রার্থীর প্রচারণায় নির্বাচনী গান থাকাটা অনেকটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এরইমধ্যে নিজের নির্বাচনী গান নিজেই লিখেছেন আলম। তবে তিনি গাইবেন না। অন্য কন্ঠশিল্পী দিয়ে গাওয়াবেন বলে জানিয়েছেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর