images

বিনোদন

আল্লাহর কাছে বিচার দিলেন ওমর সানী 

বিনোদন প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম

অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর পর বিগো লাইভ অ্যাপটির ওপর নেতিবাচক ধারণা জন্মেছে অনেকের। কেউ কেউ ধারণা করেছেন এই অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়ায় জড়িয়েছিলেন হিমু। সেই আসক্তি তাকে আত্মহননের দিকে ঠেলে দিতে অনেকাংশে দায়ী।

ঠিক তখনই ছড়িয়ে পড়ে, শুধু হিমু না, দেশের বিনোদন অঙ্গনের আরও অনেক তারকা বিগো লাইভে সক্রিয়। ঢালিউডের জনপ্রিয় নায়িকা মৌসুমীও রয়েছেন এ তালিকায়। এতে ক্ষুব্ধ ওমর সানী। দিলেন আল্লাহর কাছে বিচার। 

এরইমধ্যে বিষয়টি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘কবে বিগো লাইভ করেছে মৌসুমী? প্রমাণ দিতে হবে, স্টুপিড। তার কোনোদিন বিগো আইডি ছিল না।’

আরও পড়ুন: তিশার ঔদ্ধত্যপূর্ণ আচরণ, রাজপথে নামছেন সাংবাদিকরা

বিষয়টি নিয়ে ঢাকা মেইলকে সানী বলেন, ‘বিগো লাইভ নিয়ে আমি ফেসবুকে বলে দিয়েছি এ ধরনের অ্যাপস মৌসুমীর কখনও ছিল না। এতে মৌসুমীর সম্মানহানি হয়েছে। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেব না। আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। তিনিও সবচেয়ে বড় আদালত।’

আরও পড়ুন: গোপনে মনোনয়ন পত্র জমা দেওয়ার কারণ জানালেন শাকিল খান 

এক অনুষ্ঠানে এসে ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান বিগো লাইভে মৌসুমীর অ্যাকাউন্ট আছে বলে উল্লেখ করেছিলেন। তবে সিদ্দিককে কাঠগড়ায় দাঁড় করালেন না সানী। তিনি বললেন, ‘সিদ্দিকের জায়গায় সিদ্দিকের আহামরি কোনো দোষ নেই। তার কাছে আমি জানতে চেয়েছিলাম সে বলেছে, আমি তাকে ইঙ্গিত করে বলিনি। সে অন্য জায়গা থেকে শুনেছে। পরে জানতে পেরেছে বিগোতে মৌসুমীর কোনো অ্যাকাউন্ট নেই।’