images

বিনোদন

একটার পর একটা কাজ শুরু হবে: নাজিফা তুষি

বিনোদন ডেস্ক

২৯ আগস্ট ২০২৩, ১১:৫৩ এএম

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবিটি দেশ-বিদেশে তুলেছিল ঝড়ো হাওয়া। এর বেগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অভিনেত্রী নাজিফা তুষি। এরপর তেমন কাজ দেখা যায়নি তার। কী করছেন তুষি, প্রশ্ন জাগে অনেকের মনে। এবার সে প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানালেন, শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন। একটার পর একটা কাজ শুরু হবে।

আরও পড়ুন: ঠোঁট সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তুষি বলেন, ‘আমি একটু কম কাজ করি। তাই কাজগুলো আলোচনায়ও কম আসে। হয়তো হাওয়ার পর গ্রহণযোগ্যতা বেড়েছে। মানুষ এখন আরও বেশি জানতে চায়, যা খুবই ভালো দিক। এটা আমি সাধুবাদ জানাই।’ হাওয়া সিনেমা নাজিফা তুষি আইসক্রিম মেজবাউর রহমান সুমন চলচ্চিত্র

এরপর তিনি বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে সিনেমার কিছু কাজ হবে, যেগুলো ডেভেলপিং স্টেজে আছে। একটার পর একটা কাজ শুরু হবে। তবে অনেক সময় দুই–তিন মাস ভালো কাজের কোনো প্রস্তাব আসে না, আবার যে রকম কাজ করতে চাই, কোনো মাসে সে রকম পাঁচটারও প্রস্তাব পেয়েছি। ‘হাওয়া’র পর যে কয়টি কাজের প্রস্তাব পেয়েছি, তা নিয়ে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যস্ত থাকব। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ফ্রি ছিলাম।’

আরও পড়ুন: কোথায় আছেন শাকিবের প্রথম ছবির নায়িকা?

২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসেন তুষি। ‘আইসক্রিম’ দিয়ে চলচ্চিত্রে নাম লেখান। এর অর্ধযুগের মাথায় ‘হাওয়া’ দিয়ে তুমুল আলোচিত হন। এছাড়া ওটিটিতেও তার কাজ বেশ আলোচিত হয়েছে। হাওয়া সিনেমা নাজিফা তুষি আইসক্রিম মেজবাউর রহমান সুমন চলচ্চিত্র