images

বিনোদন

কোথায় আছেন শাকিবের প্রথম ছবির নায়িকা?  

বিনোদন ডেস্ক

২৭ আগস্ট ২০২৩, ০৪:২৭ পিএম

ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘অনন্ত ভালোবাসা’। এতে তার বিপরীতে ছিলেন ইরিন জামান। কিং খানের মতো ইরিনেরও প্রথম ছবি ছিল এটি। ব্যবসাসফল এ ছবিটি নায়ক-নায়িকা দুজনকেই এনে দিয়েছিল পরিচিতি। তবুও ক্যারিয়ার দীর্ঘায়িত হয়নি ইরিনের। একসময় আড়ালে চলে যান তিনি।

এখনও অনেকের প্রশ্ন, কোথায় আছেন কেমন আছেন ইরিন জামান? জানা গেছে, যুক্তরাষ্ট্রে আছেন হয়েছেন ইরিন। সংসার নিয়ে সেখানেই থিতু হয়েছেন। তবে ফের ক্যামেরার সামনে দাঁড়াবেন কি না সে বিষয়ে মেলেনি কোনো তথ্য।

আরও পড়ুন: এমপি নির্বাচন করতে চান মাহি 

আরও পড়ুন: অভিনয়কে পেশা হিসেবে নেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল: মাজনুন মিজান 

বহুমুখী প্রতিভার অধিকারী ইরিন জামান। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিতি ছিল তার। বেশকিছু একক ও মিশ্র অ্যালবাম রয়েছে তার। এরমধ্যে ‘মধুরাত’, ‘তোমায় দেখব ছুঁয়ে’, ‘চাইলে তুমি’ উল্লেখযোগ্য। উপস্থাপনায়ও সক্রিয় ছিলেন তিনি।

সিনেমায় এসে নায়িকা হিসেবে কয়েকটি ছবিতে কাজ করেছিলেন ইরিন। এছাড়া তাকে পার্শ্ব চরিত্রে দেখা গেছে বেশকিছু চলচ্চিত্রে। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর ছোট বোন ইরিন। শুক্রবার (২৫ আগস্ট) ছিল তার জন্মদিন। এদিন ওমর সানিসহ অনেকেই সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই নায়িকাকে।